বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ
বকেয়া বেতনের দাবিতে গাজীপুর মহানগরের কোনাবাড়ি থানার কামরাঙ্গিচালা এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা।
সোমবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাতটায় সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে নিউ লাইন গার্মেন্টসের শ্রমিকরা এ বিক্ষোভ শুরু করেন।
এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এর ফলে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটে পড়েন ওই মহাসড়কে চলাচলকারী যাত্রীরা।
নিউ লাইন গার্মেন্টসের শ্রমিক রোজী, আকরাম ও কালাম জানান, কারখানার অধিকাংশ শ্রমিকই অন্য জেলা থেকে এসেছেন। তারা এখানে ঘরভাড়া নিয়ে থেকে কাজ করেন। মাস শেষে ঘরভাড়া, দোকান বাকিসহ বেতনের প্রায় পুরো টাকাই খরচ করতে হয়। কারখানা কর্তৃপক্ষ সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বেতন পরিশোধে একাধিকবার তারিখ নির্ধারণ করেও পরিশোধ করেনি। তারা বেতন না দিয়ে নানা অজুহাত দেখান।
অপর শ্রমিক রমজান বলেন, প্রতিমাসে বেতন দেওয়ার সময় নানা কথা বলেন। নির্ধারিত সময়ে তারা কোনো মাসেই বেতন ভাতা পরিশোধ করেন না।
সালনা কোনাবাড়ি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর গোলাম ফারুক জানান, কারখানা কর্তৃপক্ষ একাধিক তারিখ দিয়েও শ্রমিকদের বেতন পরিশোধ করছিল না। এ কারণে সোমবার সন্ধ্যায় শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত দুই ঘণ্টা চলা অবরোধে তীব্র যানজটের মুখে পড়েন ওই মহাসড়কে চলাচলকারী যাত্রীরা। পরে শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমঝোতা হয়। কর্তৃপক্ষ বেতন দেওয়ার আশ্বাস দিলে রাত ৯টার কিছু সময় পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।