ক্রিকেট

অধিনায়ক ছাড়াই ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

আসন্ন যুব বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ ও ‘বি’ দলের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলতে আজ ভারত যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সোমবার রাতে এই সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে যুবাদের অধিনায়ক ছিলেন মেহরব হাসান। তবে এবার ভারত সফরের দলে কে থাকছেন অধিনায়ক, তা জানায়নি বিসিবি। অর্থাৎ অধিনায়কের নাম না জানিয়েই পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করা হয়েছে।

শেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন মাকসুদুর রহমান, মহিউদ্দিন তারেক, আহসান হাবিব লিয়ন ও গোলাম কিবরিয়া। এসেছেন ২০২০ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য তানজিম হাসান সাকিব ও রকিবুল হাসান। তাদের সঙ্গে নেওয়া হয়েছে টপঅর্ডার জিসান আলম ও উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ ফাহিমকে।

আজ ভারত পৌঁছে তিনদিন কোয়ারেন্টাইন করতে হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে। এরপর তিনদিন অনুশীলনের পর ২৯ নভেম্বর নিজেদের প্রথম ম্যাচ খেলবে তারা। পরের তিন ম্যাচ ১, ২ ও ৪ ডিসেম্বর। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলকে নিয়ে ফাইনাল হবে ৭ ডিসেম্বর।

ভারত সফরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ স্কোয়াড
মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন ইফতি, প্রান্তিক নওরোজ নাবিল, মেহরব হাসান, আইচ মোল্লা, আব্দুল্লাহ আল মামুন, তাহজিবুল ইসলাম, আরিফুল ইসলাম, মুশফিক হাসান, রিপন মন্ডল, আশিকুর জামান, তানজিম হাসান সাকিব, রকিবুল হাসান, নাইমুর রহমান নয়ন, জিসান আলম ও মোহাম্মদ ফাহিম।

স্ট্যান্ডবাই: সাকিব শাহরিয়ার, মহিউদ্দিন তারেক, আহসান হাবিব লিয়ন, গোলাম কিবরিয়া, তৌহিদুল ইসলাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 8 =

Back to top button