Lead Newsসরকার

নিজেদের ভুল স্বীকার করলেন কাদের

সরকারের বিভিন্ন কৌশলে ভুল আছে বলে স্বীকার করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ভুল-ভ্রান্তি সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সাফল্য চোখে পড়ার মত।

শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক জাতীয় পার্টি-জেপির ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন, সূত্র যুগান্তর।

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের ভুল আছে। আমরা অভ্রান্ত, এই দাবি আমি করব না। চলার পথে কৌশলের ভুল আছে, আমাদের কর্মেও ভুল আছে। আমরা অভ্রান্ত নই। অভ্রান্ত দাবি করা সঠিক নয়। ভুল-ত্রুটি মিলিয়ে আমরা বাংলাদেশেকে আজকে শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা কোথায় নিয়ে গেছেন। আজকে আইএমএফ সর্বশেষ বলছে, আজকে বাংলাদেশ এশিয়ায় প্রবৃদ্ধিতে নাম্বার ওয়ান।’

রাজনীতিবিদদের দৈন্যতা নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আজকে সামাজিক অনুষ্ঠানেও কে, কী মনে করে, কারো মৃত্যুর পর জানাজায় যাব কি না; এই দ্বিধাও আমাদের মাথায় কাজ করে। এসব বিষয় রাজনীতির জন্য শুভ নয়। এই কনফ্রেনটেশনাল পলিটিক্স গণতন্ত্রের জন্য শুভ নয়। গণতন্ত্র এক চাকার বাইসাইকেল নয়, গণতন্ত্র দুই চাকার বাইসাইকেল। এটা আমাদের মনে রাখতে হবে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলও গণতন্ত্রের বিকাশে অপরিহার্য শক্তি। বিরোধীদলকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে বিরোধী দলকেও শক্তিশালী করতে হবে।’

সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রী বলেন, ‘আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে পদ্মা সেতুর মূল অবকাঠামো নির্মাণের কাজ শুরুর বিষয়ে আমি প্রথম থেকেই গণমাধ্যমকে বলেছি এবং এখনো তা বিশ্বাস করি। আমি এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কখনো অতিকথন করিনি। বরং শব্দ ও বাক্য প্রয়োগে সচেতন থেকেছি। বিভিন্ন সময়ে আমার বক্তব্যের মাধ্যমে সেতু বিভাগ তথা সরকারের অবস্থান জনগণের কাছে তুলে ধরার চেষ্টা করেছি।’
গত রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে মন্ত্রী বলেছিলেন, ‘বিকল্প অর্থায়নে পদ্মা সেতু হলে খরচ কমও হতে পারে।’
মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘বিকল্প অর্থায়নে পদ্মা সেতু করা হলে জনগণের ওপর আর্থিক চাপ সহনীয় পর্যায়ে থাকবে, যা হবে সারপ্রাইজ।’

 

আরও সংবাদ এখানেঃ কূটনীতিওবাইদুল কাদের

Tag: Bangladeshi political news, Bangladeshi political news today

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − four =

Back to top button