অপরাধ ও দূর্ঘটনা

নরট ডেমের শিক্ষার্থী নিহতঃ চালকের বিরুদ্ধে মামলা

রাজধানীর গুলিস্তানে রাস্তা পারাপারের সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় গাড়িচালকের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার বাদী হয়েছেন নিহতের বাবা শাহ আলম। গ্রেফতার চালকের নাম রাসেল খান (২৭)।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন মিয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল (বুধবার) রাতে নিহত শিক্ষার্থীর বাবা শাহ আলম বাদী হয় সড়ক ও পরিবহন আইনে মামলা করেছেন। ওই মামলায় গাড়িচালক রাসেল খানকে গ্রেফতার দেখানো হয়েছে। আজ দুপুরে তাকে আদালতে প্রেরণ করে সাতদিনের রিমান্ড চাওয়া হবে।

ওসি আরও বলেন, দুপুর সাড়ে ১২টায় ডিএমপির পল্টন মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) আ. আহাদ।

এদিকে, গাড়িচাপায় নটরডেম কলেজ শিক্ষার্থী নিহতের প্রতিবাদে মতিঝিল শাপলা চত্বরে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছেন তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × two =

Back to top button