ফুটবল

এক সময়ের প্রতিপক্ষ রামোসকে শ্রদ্ধায় ভাসালেন মেসি

একটা সময় দুই জন খেলেছেন একে অপরের বিপক্ষে। এখন একই দলে দুইজন। একসময়ের প্রতিপক্ষকে বন্ধু বানিয়ে ড্রেসিং রুম ভাগাভাগি করতে কেমন লাগছে জানতে চাইলে মেসি জানান, কাছ থেকে দেখার পর রামোসের প্রতি সম্মান জেগেছে মেসির।

গত গ্রীষ্মের দলবদলের শুরুতে রিয়াল থেকে ফ্রি ট্রান্সফারে পিএসজিতে যোগ দেন রামোস। পরের মাসে বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তির প্রক্রিয়া ভেস্তে যাওয়ার পর ফ্রান্সের দলটিতে যুক্ত হন মেসি।

এখনও মাঠে দুজন একত্রে খেলতে না পারলেও অনুশীলন করছেন একসঙ্গে। সেখানে একই ফ্রেমে তাদের হাস্যোজ্জ্বল ছবি ভক্তদের কাছে আলোচনা বিষয় হয়ে উঠেছে। সেটির একমাত্র কারণ নিজ নিজ সাবেক ক্লাবে থাকার সময় তাদের মাঝের তুমুল প্রতিদ্বন্দ্বিতা।

মার্কায় প্রকাশিত দীর্ঘ সাক্ষাৎকারে মেসি কথা বলেছেন বেশ কিছু বিষয়ে। সেখানেই উঠে এসেছে তার সতীর্থ হিসেবে রামোসকে পাওয়ার অভিজ্ঞতা এবং স্পেনের বিশ্বকাপজয়ী তারকাকে নিয়ে তার অভিমত।

রামোসকে নিয়ে তোলা প্রশ্নে মেসি বলেছেন, ‘এত বছরের প্রতিদ্বন্দ্বিতা, বার্সেলোনা ও মাদ্রিদের দুই অধিনায়ক হিসেবে অনেকগুলো ক্লাসিকো খেলা এবং মাঠে মুখোমুখি অনেক লড়াইয়ের পর এখানে (সতীর্থ হয়ে ওঠা) শুরুতে কিছুটা অদ্ভুতই লেগেছিল। কিন্তু এখন সবই অতীত। ক্লাসিকোর লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী থাকার পরও আমরা সবসময় একে অপরকে অনেক সম্মান করেছি।‘

পায়ের পেশির চোটে দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় ধরে কোনো ম্যাচ খেলতে পারেননি রামোস। খুব শিগগিরই তিনি মাঠে ফিরবেন বলে জানান মেসি।

মেসি বলেন, ‘এখন তাকে একজন সতীর্থ হিসেবে পাওয়াটা চমৎকার। ধীরে ধীরে সে গতি ফিরে পাচ্ছে। আশা করি, সে যত তাড়াতাড়ি সম্ভব মাঠে নামবে, কারণ আমাদের লক্ষ্য অর্জনে রামোস একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে যাচ্ছে।‘

সব ঠিক থাকলে মেসি ও রামোসকে প্রথমবারের মত পিএসজির জার্সিতে দেখা যেতে পারে বুধবার (২৪ নভেম্বর) চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেষ্টার সিটির বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে। এদিকে স্পেনের বিশ্বকাপ জয়ী সেন্টার-ব্যাককে নিয়ে নিয়ে মঙ্গলবার (২৩ নভেম্বর) ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন পিএসজি কোচ পচেত্তিনো।

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 11 =

Back to top button