এ মাসেই করোনা টিকার বুস্টার ডোজ: স্বাস্থ্যমন্ত্রী
চলতি ডিসেম্বর মাসের মধ্যেই করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তবে যারা ফ্রন্টলাইনে কাজ করেন এবং যারা বয়স্ক তাদের অগ্রাধিকার ভিত্তিতে এটি দেওয়া হবে। সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে আজ সোমবার সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
এদিন নিজের সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ফ্রন্ট লাইনে যারা কাজ করছেন এবং দেশে যারা বয়স্ক রয়েছেন, তাদের অগ্রাধিকার ভিত্তিতে এ মাসের মধ্যে টিকার বুস্টার ডোজ দেওয়া হবে। পরবর্তী সময়ে বাকিরা পাবের। যারা এখনো করোনাভাইরাসের টিকা নেননি, তাদের টিকা নেওয়ার অনুরোধ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তাদের টিকা দেয়াটাও সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমানে সারাদেশে আড়াই হাজার টিকার বুথ আছে। সারাদেশে আরো এক হাজার টিকার বুথ বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন এসব বুথ সম্পন্ন করা হয়ে গেলে শিক্ষার্থীদের টিকা কার্যক্রম চালানো আরো সহজ হবে।
এদিকে, মন্ত্রিসভার বৈঠক শেষে এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে শিগগিরই বুস্টার ডোজ দেওয়া শুরু করার জন্য নির্দেশনা দিয়েছেন।
তিনি জানান, এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এখন কবে, কীভাবে এবং কাদের বুস্টার ডোজ দেওয়া হবে এবং সেটা বিনামূল্যে নাকি অর্থের বিনিময়ে দেওয়া হবে সেটা নির্ধারণে কাজ করতে বলেছেন সরকার প্রধান।