বুস্টার ডোজ শুরু ফাইজার দিয়ে, যারা পাচ্ছেন
ফাইজারের তৈরি করা কোভিড-১৯ এর টিকা দিয়ে দেশে বুস্টার ডোজ বা তৃতীয় ডোজ দেওয়া শুরু হবে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানিয়েছেন। মহাখালীর বিপিসিএস ভবনে রোববার সকালে করোনা টিকার বুস্টার ডোজ পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, যাদের বয়স ৬০ বছরের বেশি তারা এবং সম্মুখ সারির লোকজন আগে টিকার বুস্টার ডোজ পাবেন। শনিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ার শুভ্র সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি আরো বলেন, যারা দুই ডোজ টিকা নিয়েছেন এবং টিকা দেওয়ার বয়স ৬ মাস হয়েছে এই বুস্টার ডোজ তাদের দেওয়া হবে। এছাড়া যাদের বয়স ষাটের বেশি তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে এই টিকা দেওয়া হবে। পাশাপাশি করোনা নিয়ন্ত্রণে যারা সম্মুখ সারির যোদ্ধা তারা পাবেন বুস্টার ডোজ।
মন্ত্রী জানান, বুস্টার ডোজের এ টিকা কার্যক্রম চলমান থাকবে। টিকার কোনো অভাব হবে না। আপাতত বুস্টার হিসেবে যুক্তরাষ্ট্র-ভিত্তিক কোম্পানি ফাইজারের টিকাই ব্যবহার করা হবে। কারণ এটিকে অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ফাইজারের কয়েক লাখ টিকা আমাদের হাতে রয়েছে। আগামী মাসে আসছে আরো ২ কোটি টিকা। হাতে আরো ৫ কোটি টিকা আছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল হোসেনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, ডিসি, আব্দুল লতিফ, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু প্রমুখ।