Lead Newsআইন ও বিচার

এদেশে বিচারবহির্ভূত কোনো হত্যাকাণ্ড হয়নি: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাব এবং পুলিশের বর্তমান ও সাবেক ৭ শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রবেশে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তা নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, দেশে বিচারবহির্ভূত কোনো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি। যুক্তরাষ্ট্র যে অভিযোগ করেছে, সেটা কল্পনাপ্রসূত।

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সম্প্রতি আয়োজিত বিচারকদের একটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী। তিনি বলেন, যেসব বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে, সবগুলোরই জুডিশিয়াল তদন্ত হয়। যদি কোনো গাফিলতি কিংবা বাধ্য না হওয়ার পরও গুলি চালানোর ঘটনা ঘটে থাকে, তাহলে সেখানে মামলা হয়েছে।

যে ৭ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছেন র‌্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ। বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বা আইজিপি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বেনজীর আহমেদের ওপর দেশটিতে প্রবেশেও নিষেধাজ্ঞা দিয়েছে। তার সঙ্গে রয়েছেন র‌্যাব-৭ এর সাবেক অধিনায়ক মিফতাহ উদ্দীন আহমেদ। তারও যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্য কর্মকর্তারা হলেন – র‌্যাবের বর্তমান মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, অতিরিক্ত মহাপরিচালক খান মোহাম্মদ আজাদ। সাবেক অতিরিক্ত মহাপরিচালক তোফায়েল মোস্তফা সরওয়ার, সাবেক অতিরিক্ত মহাপরিচালক মো. আনোয়ার লতিফ খান এবং সাবেক অতিরিক্ত মহাপরিচালক মো. জাহাঙ্গীর আলম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 7 =

Back to top button