ঢাকা দক্ষিণ সিটির ময়লার গাড়ির ধাক্কায় ফের প্রাণহানি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় আবারো প্রাণহানির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে রাজধানী সুপার মার্কেটের সামনে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহত ব্যক্তির নাম স্বপন কুমার সরকার বলে জানা গেছে। ৬২ বছর বয়সী এই ব্যক্তি নামের এক ব্যক্তি রিকশা করে যাচ্ছিলেন। এ সময় রাজধানীর ওয়ারী থানার রাজধানী সুপার মার্কেটের সামনে দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মারা যান তিনি।
খবরের সত্যতা নিশ্চিত করেছেন ওয়ারী থানার ডিউটি অফিসার এসআই উজ্জ্বল হোসেন। তিনি জানান, রাজধানী সুপার মার্কেটের সামনের আজ বৃহস্পতিবার ভোরে রাস্তায় মৃত অবস্থায় পড়ে ছিল ওই ব্যক্তি। পরে খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
স্থানীয়দের বরাত তিনি আরো জানান, পথচারীরা জানান দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় ওই ব্যক্তি মারা যান। তিনি গেণ্ডারিয়া এলাকার বাসিন্দা।
অপরদিকে ওয়ারী থানার ওসি কবির হোসেন জানান, রিকশা আরোহী ওই ব্যক্তি যে যানবাহনের চাপায় মারা গেছেন, সেটা শনাক্তের চেষ্টা করা হচ্ছে। অবশ্য আমরা জানতে পেরেছি যে, ওই ব্যক্তি ময়লার গাড়ির ধাক্কায় মারা গেছেন।
উল্লেখ্য, এর আগে ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু ঘটে। সম্প্রতি নাঈম হাসান নামের ওই শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে ছাত্র আন্দোলন গড়ে উঠে।