দেশের ২৩তম প্রধান বিচারপতি হলেন হাসান ফয়েজ সিদ্দিকী
আপিল বিভাগের জেষ্ঠ বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী দেশের নতুন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন। আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সংবিধানের ৯৫ (১) ধারা অনুযায়ী তাকে ২৩তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
আজ বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। হাসান ফয়েজ সিদ্দিকী প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের স্থলাভিষিক্ত হবেন। নিয়ম অনুযায়ী আগামীকাল শুক্রবার, ৩১ ডিসেম্বর, সৈয়দ মাহমুদ হোসেনের ৬৫ বছর পূর্ণ হবে। তবে এদিন ছুটির দিন হওয়ায় আজ বৃহস্পতিবারই ছিল তার শেষ কর্মদিবস।
জানা যায়, হাইকোর্টের নিয়মিত বিচারপতি থাকা সত্ত্বেও বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে, ২০০১-২০০৬ সাল পর্যন্ত, বাদ পড়েন হাসান ফয়েজ সিদ্দিকী। পরে ২০০৯ সালে হাইকোর্টের বিচারপতি হিসেবে পুনঃনিয়োগ পান তিনি। তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান ২০১৩ সালের ৩১ মার্চ।
বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ২০১৫ সালের ৩০ এপ্রিল থেকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। নিয়ম অনুযায়ী ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর অবসরে যাবেন তিনি।