এবার মাছবৃষ্টি! আকাশ থেকে হঠাৎ ঝরে পড়লো মাছ!!
আমরা সবাই আকাশ থেকে সাধারণ বৃষ্টি ঝরা দেখে অভ্যস্ত। কেউ কি কখনো দেখেছেন বৃষ্টির ফোঁটার সঙ্গে আকাশ থেকে ঝরে পড়ছে শত শত মাছ! কেবল মাছই নয়, সঙ্গে পড়ছে ছোট ব্যাঙ ও কাঁকড়াও!
হ্যাঁ, ইউএস টুডে পত্রিকা এমনই এক খবর জানিয়েছে। তাদের দেয়া তথ্য অনুযায়ী, ঘটনাটি ঘটেছে আমেরিকার টেক্সাসে টেক্সারকানা শহরে গত ৩০ ডিসেম্বর স্থানীয় বিকেল সাড়ে ৪টা নাগাদ।
ঐ শহরের বাসিন্দারা ঝড়বৃষ্টি চলাকালীন আচমকা বিকট শব্দ শুনতে পেয়ে বাইরে বেরিয়ে এসে দেখতে পান- আকাশ থেকে শত শত মাছ পড়ছে। মাছের সঙ্গে রয়েছে ছোট ব্যাঙ ও ছোট ছোট কাঁকড়াও।
টেক্সারকানা শহরের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে একটি পোস্ট করা হয়েছে।
সেখানে লেখা হয়েছে, ‘২০২১ তার ঝুলি থেকে যেসমস্থ কৌশল বের করেছে মৎস্যবৃষ্টি তার মধ্যে অন্যতম। প্রাণী বৃষ্টি তখনই হয় যখন কোনও জলাশয়ের উপরিভাগে থাকা ছোট ছোট প্রাণীগুলো ঝড়ের দাপটে ভূপৃষ্ঠের ওপরে উঠে যায় এবং পরে সেগুলো বৃষ্টির সঙ্গেই বৃষ্টির আকারে পড়তে শুরু করে। যদিও এটি একটি অস্বাভাবিক ঘটনা তবুও টেক্সারকানা শহরের বহু বাসিন্দা এই ঘটনা দেখে বিস্মিত’।