Lead Newsবিচিত্রভ্রমন

মরুভূমির দেশ সৌদি আরবে শুভ্র তুষার; বিস্ময়ে বিমূঢ় মানুষ

আশ্চর্য্যজনক হলেও ঘটনা সত্যি! এবার মরুভুমির দেশ সৌদি আরবে তুষারপাতের ঘটনা ঘটেছে। দেশটির তাবুক অঞ্চলের ‘জাবাল আল লজ’ পর্বতের চূড়া ঢেকে যায় শুভ্র তুষারের চাদরে। এতে বিস্মিত হয়েছেন স্থানীয় বাসিন্দারা। সাদা বরফের চাদরে ঢেকে যাওয়া পর্বতের চূড়া দেখতে ভিড় জমান পর্যটকরা।

সৌদি গেজেট সূত্রে জানা গেছে, পবিত্র দুই নগরী মক্কা-মদিনার দেশে গেলো শনিবার (১ জানুয়ারি) এমন দৃশ্য দেখা গেছে। তুষারপাতের ঘটনায় বিস্মিত সেখানকার মানুষ। তাবুক অঞ্চলের ছেলে-বুড়ো তথা সকল বাসিন্দা তা মুগ্ধ বদনে অবলোকন করেছেন।

খবরে বলা হয়েছে, সৌদি আরবের ওই অঞ্চলটি এমনিতেই পর্যটন এলাকা। তার ওপর তুষারপাতের ঘটনা দেখতে সেখানে আশপাশের রাজ্য থেকে লোকজন ভিড় জমান। বিস্মিত নয়নে শুভ্র বরফে ঢাকা পর্বত চূড়ার সেই অপার সৌন্দর্য অবগাহনের দৃশ্য ছবি ও ভিডিওর মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মরুর দেশ সৌদি আরবে এত সুন্দর তুষারপাতের ঘটনায় অনেকেই অবাক হয়েছেন। ঘটনার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ায় আগে থেকেই পর্যটন এলাকা হিসেবে বিবেচিত ‘জাবাল আল লজ’ এলাকাটি এখন মানুষের ভ্রমণ কেন্দ্রে পরিণত হয়েছে।

প্রসঙ্গত, ‘জাবাল আল লজ’ পর্বতটিতে বাদাম গাছ রয়েছে। আর আরবি ভাষায় বাদামকে ‘লজ’ বলা হয়। সে কারণেই পর্বতটির এমন নামকরণ করা হয়েছে। এলাকাটি সৌদি আরবের তাবুক প্রদেশে অবস্থিত। আর এ প্রদেশটি সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত। প্রদেশের রাজধানী তাবুক শহর থেকে ২০০ কিলোমিটার দূরে জর্ডান সীমান্তবর্তী পর্বতশ্রেণির মধ্যে অন্যতম একটি পর্বত হলো এই ‘জাবাল আল লজ’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − three =

Back to top button