বাংলাদেশ সরকার চারটি দেশীয় কোম্পানিকে বিদেশে ১৩.৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের অনুমতি দিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের বিদেশে বিনিয়োগের অনুমতি সংক্রান্ত কমিটি বুধবার তাদের সর্বশেষ বৈঠকে এ বিনিয়োগের অনুমোদন দেয়।
অনুমতিপ্রাপ্ত চার কোম্পানি হলোঃ বিএসআরএম, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, রেনাটা লিমিটেড এবং কলম্বিয়া গার্মেন্টস।
কোম্পানিগুলি বিদেশে মোট ১৩.৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের নতুন অনুমতি পেয়েছে। বর্তমান বিনিময় হারে (প্রতি ডলার ৮৬ টাকা) বাংলাদেশি মুদ্রায় এই পরিমাণ প্রায় ১১৬ কোটি টাকা।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের (বিবি) মুখপাত্র মোঃ সিরাজুল ইসলাম জানান, বিদেশে বাংলাদেশি কোম্পানিগুলোর বিনিয়োগ সংক্রান্ত পর্যালোচনা কমিটির বৈঠকে এই অনুমতি দেওয়া হয়েছে।
সভায় বিডি ভেঞ্চারের আবেদন খারিজ করা হয়।
মেঘনা গ্রুপের সোনারগাঁও সিড ক্রাশিংয়ের আবেদনটি আরও পর্যালোচনা করা হবে বলে জানানো হয়।
বাংলাদেশি অনেক কোম্পানি বিদেশে বিনিয়োগে আগ্রহী হলেও এখন পর্যন্ত কোনো নীতিমালা হয়নি।
সরকার গত সপ্তাহে বিদেশি বিনিয়োগ নিয়ে নতুন নিয়ম জারি করেছে। তবে বাংলাদেশ ব্যাংক দীর্ঘদিন ধরে কয়েকটি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে কেস বাই কেস ভিত্তিতে অনুমতি দিয়ে আসছে।
বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বে বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয়ে গঠিত কমিটি এ পর্যন্ত মোট ১৭টি কোম্পানিকে বিদেশে বিনিয়োগের অনুমতি দেয়া হয়েছে।