অন্যান্যঅপরাধ ও দূর্ঘটনাদেশবাংলা

ছুটিতে শিশুসন্তানকে দেখতে বাড়ি এসে বাসের চাকায় পিষ্ট সেনাসদস্য

জয়পুরহাট জেলার আক্কেলপুর-বগুড়া সড়কের উপজেলা পরিষদ সংলগ্ন সিঙ্গারের শোরুমের সামনে বগুড়াগামী বাসের চাপায় নাইচ আলী (২৯) নামে সেনাসদস্যের মৃত্যু হয়েছে।

আজ রোববার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার সিংহার শোরুমের সামনে বাসের চাঁপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নাইচের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক।

নিহত সেনাসদস্য আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের মহিতুর গ্ৰামের আক্কাস আলীর ছেলে। তিনি খাগড়াছড়ি সেনা ক্যাম্পের ৬ই বেঙ্গল বাগাইহাট জোনের ল্যান্স কর্পোরাল পদে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সেনাসদস্য নাইচ হোসেন প্রায় এক সপ্তাহ আগে ১৯ দিনের ছুটিতে তার নবজাতক সন্তানকে দেখতে বাড়িতে আসেন। রোববার ১১ দিনের শিশু সন্তানের আকিকার দিন। বাড়িতে গরু জবাই করা হয়েছে। দাওয়াত করা হয়েছে আত্মীয়দের। বাড়িতে চলছে উৎসবের আমেজ। নাইচ অনুষ্ঠানের বাজার করতে ব্যাংক থেকে টাকা উঠানোর জন্য মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে আক্কেলপুর বাজারে আসার জন্য রওনা দেন।

দুপুরে উপজেলার সিঙ্গারের শোরুমের সামনে বিপরীতমুখী আক্কেলপুর বগুড়াগামী হাবিব পরিবহনের যাত্রীবাহী বাসের ধাক্কায় নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়। এ দিকে তার শিশু সন্তানের আনন্দ উৎসব আকিকা অনুষ্ঠানে খবর পৌঁছালে মুহূর্তেই উৎসব যেন বিষাদে পরিণত হয়।

মহিতুর গ্রামের জিএম মোস্তফা জানান, সিঙ্গারের শোরুমের কাছে হঠাৎ দেখি একটি মোটরসাইকেল বাসের নিচে পড়ে যায়। তখন বাসটি তার উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। তিনি বাড়ি থেকে আক্কেলপুর আসার পথে বাসচাপায় নিহত হয়েছেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন।

আক্কেলপুর থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, ‘মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। বাস এবং চালককে আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সব প্রক্রিয়া শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =

Back to top button