Breaking

সরকারের হাতে টাকাও নেই, ডলারও নেই: জিএম কাদের

জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, ‘সরকার স্বীকার করুক আর না করুক, আমরা মনে করি সরকারের হাতে টাকাও নেই, ডলারও নেই। অর্থাৎ সরকার এখন অর্থকষ্টে ভুগছে।’

তিনি বলেন, ‘আমরা দেখছি একটি ট্রাকের পেছনে হাজার হাজার মানুষ ছুটছে, অনেক মানুষ ছুটছে, মধ্যবিত্ত ঘরের অনেক ভদ্রমানুষ সেখানে যেতে পারছেন না। দেশের মানুষ কষ্টে আছে, সেই কষ্ট লাঘবে রেশনিং কার্ডের মাধ্যমে পণ্য দেওয়া দরকার। এতে সরকার যা করছে তাতে আমরা সন্তুষ্ট নই।’

বুধবার সন্ধ্যা ৭টায় রংপুর নগরীর স্কাইভিউয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

জিএম কাদের আরও বলেন, ‘মেগা প্রজেক্ট বন্ধ করে মানুষকে বাঁচানোর চেষ্টা করতে হবে। হাজার হাজার কোটি টাকার মেগা প্রজেক্ট করতে পারি আর দেশের মানুষকে বাঁচাতে কোনো উদ্যোগ নিতে পারব না, এটা হতে পারে না। কেননা মানুষ না বাঁচলে, দেশের উন্নয়ন করে কী হবে। মেগা প্রজেক্ট বন্ধ করে মানুষকে বাঁচানোর চেষ্টা করতে হবে। সরকার যদি এখনই ব্যবস্থা না নেয় সামনের দিকে আরও খারাপ দিন আসতে পারে বলে আমরা আশঙ্কা করছি।’

এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং ৩০০ আসনের জন্যই প্রস্তুতি নিচ্ছি। ইভিএমের নির্বাচন জনগণ ভালোভাবে নেয়নি। ইভিএমের নির্বাচন সুষ্ঠুভাবে সম্ভব নয়। যদিও রংপুরে আমরা জিতেছি। আমরা চাই, একটি অংশগ্রহণমূলক নির্বাচন। ব্যালটের মাধ্যমে সেটা যেন স্বচ্ছ নির্বাচন হয়।’

তিনি বলেন, ‘সাম্প্রতিক একটি পরিসংখ্যানে উঠে এসেছে দেশের ৮০ শতাংশ ভোটার নিশ্চিত করতে পারছে না, তারা কোথায় ভোট দেবেন। আমরা সেই ভোটারদের লক্ষ্য করেই কাজ করছি, তাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি। সেই লক্ষ্য নিয়েই আমরা রাজনীতি করতে চাচ্ছি এবং করছি। আমরা দলকে গোছাচ্ছি, বিভিন্ন জেলা সফর করছি। আমরা মানুষের রাজনীতি বোঝার চেষ্টা করছি। আমরা জাতীয় পার্টি মানুষের রাজনীতি অতীতেও করছি বর্তমানেও করছি।’

এ সময় রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টির সভাপতি রংপুর সিটির মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসীর, সাবেক এমপি ও যুব সংহতির কেন্দ্রীয় আহ্বায়ক এইচএম আসিফ শাহরিয়ার, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক আজমল হোসেন লেবু, মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি লোকমান হোসেনসহ রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টির এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 13 =

Back to top button