Breakingঅপরাধ ও দূর্ঘটনা
চুরি করতে দেখে ফেলায় পুলিশ সদস্যকে হত্যা
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিজ বাড়িতে পুলিশ সদস্য মোয়াজ্জেম হোসেন (৫৮) হত্যার দুই সপ্তাহ পর দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
তারা জানিয়েছেন, চুরির ঘটনা দেখে ফেলায় তারা ওই পুলিশ সদস্যকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান।
সোমবার (১৩ মার্চ) বিকেলে সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন উল্লাপাড়া পৌর সদরের কাওয়াক দক্ষিণপাড়ার ওমর ফারুক ও জাহিদুল ইসলাম জাহিদ। ওমর ফারুক এ হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।
এর আগে গত ২৭ ফেব্রুয়ারি কাওয়াক নবগ্রাম এলাকার নিজ বাড়ির শয়নকক্ষ থেকে ওই পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করে পুলিশ।