বাগেরহাট-৪ আসনের এমপি মোজাম্মেল মারা গেছেন
বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের এমপি ও সাবেক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ডা. মোজাম্মেল হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাত পৌনে ১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মোজাম্মেল হোসেনের ছেলে ড. মাহমুদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারযোগে তার মরদেহ নিয়ে বাগেরহাটের উদ্দেশে রওনা হবেন স্বজনরা। জুমার নামাজ শেষে বাগেরহাটের শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে তার জানাজা অনুষ্ঠিত হবে। বেলা সাড়ে ৩টায় মোরেলগঞ্জ এসএম কলেজ মাঠে এবং বিকেল সাড়ে ৪টায় তার নিজ বাড়িতে জানাজা শেষে তাকে সমাহিত করা হবে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাগেরহাট-৪ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শুক্রবার এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, একজন পার্লামেন্টারিয়ান হিসেবে ডা. মোজাম্মেল গণতন্ত্র ও এলাকার উন্নয়নে ব্যাপক অবদান রেখেছেন। রাষ্ট্রপতি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাগেরহাট-৪ আসনের এমপি ডা. মোজাম্মেল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন। শুক্রবার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
১৯৯১ সালে বাগেরহাট-১ (চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট) আসন থেকে প্রথম এমপি নির্বাচিত হন ডা. মো. মোজাম্মেল হোসেন। পরে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসন থেকে ১৯৯৬, ২০০৮ ও ২০১৪ ও ২০১৯ সালে আওয়ামী লীগের এমপি নির্বাচিত হন।
১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ডা. মোজাম্মেল হোসেন।
আরও খবরঃ রাজনীতি ও এমপি মোজাম্মেল
Tag: 24/7 update news, 24/7 update news today,