Breakingআন্তর্জাতিক
মরক্কোয় ভূমিকম্প: খোলা আকাশের নিচে হাজার হাজার মানুষ
মরক্কোয় শুক্রবারের ভূমিকম্পের পর দ্বিতীয় রাতের মত খোলা আকাশের নিচে রাত কাটিয়েছে দেশটির বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ।
বিশেষ করে ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ মারাকেশ, হাউজ, অ্যাটলাস পর্বতমালা এলাকার বহু মানুষই আবার ভূমিকম্প হওয়ার ভয়ে নিজেদের ঘরে ফিরে যায়নি।
শুক্রবার রাতে হওয়া ভূমিকম্পে এখন পর্যন্ত দুই হাজারের বেশি মানুষ মারা গেছে বলে জানিয়েছে মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আরো দুই হাজারের বেশি মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে প্রায় দেড় হাজারের অবস্থা আশঙ্কাজনক বলে বলা হচ্ছে।
এই ভূমিকম্পের পর শনিবার মরক্কোতে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেন বাদশাহ ষষ্ঠ মোহাম্মদ। দেশটির সেনাবাহিনীকে উদ্ধারকাজে সহায়তা করার নির্দেশও দিয়েছেন তিনি।