ক্রিকেটখেলাধুলা

‘ফুলের তোড়া দিয়ে বিদায় দেয়ার দরকার নেই’

ঝড়ের আগে চারপাশ বেশি শান্ত থাকে। ইংল্যান্ড বিশ্বকাপের পর এজন্যই হয়তো নীরব ছিলেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি মুর্তজা। বিসিবি তাকে অবসরে পাঠানোর জন্য বারবার চাপ দিয়েছে। কিন্তু এসব নিয়ে চুপ থাকায় মাশরাফির ভাবনা জানা যায়নি। কিন্তু শুক্রবার বিপিএলের ম্যাচ শেষে সব অভিমান উগরে দিলেন বাংলাদেশের সফলতম অধিনায়ক। জানিয়ে দিলেন সবার দৃষ্টিতে আগেই তিনি অবসরে চলে গেছেন! এখন ঘটা করে ফুলের তোড়া নিয়ে বিদায়ের অপেক্ষায় নেই তিনি-

মাশরাফি : আমাকে তো সবাই অবসরে পাঠিয়েই দিয়েছে। আমি নিজেও সেই জায়গায় অবস্থান করছি। আমি শুধু যে খেলছি সেটাই উপভোগ করছি। মাঠ থেকে অবসরে যাব কি না তা নিয়ে এখনও সিদ্ধান্ত নিইনি। সেরকম কিছু মনে হলে, বোর্ড বললে চিন্তাভাবনা করব।

প্রশ্ন : ক্রিকেট নিয়ে এখন তাহলে কী ভাবছেন?

প্রশ্ন : ওয়ানডেতে তাহলে খেলে যাবেন?

মাশরাফি : আমাকে দলে নেয়ারও তো একটা ব্যাপার আছে। বিশ্বকাপে আট ম্যাচে এক উইকেট পেয়েছি। কীভাবে দলে সুযোগ পাব! নির্বাচকরা যদি মনে করেন আমাকে সুযোগ দেবেন তাহলে সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করব। এই মুহূর্তে কীভাবে বলব আমি জাতীয় দলে সুযোগ পাব। আমার জায়গায় অন্য কেউ হলে আরও আগেই বাদ পড়ত।

প্রশ্ন : বিশ্বকাপের পরও তো শ্রীলংকা সিরিজে দলে ছিলেন…

মাশরাফি : তখন সাকিব ছিল না। সব মিলিয়ে একটা সুযোগ এসেছিল। এরপর অনেকদিন খেলার মধ্যে ছিলাম না। নির্বাচকদের সঙ্গে কথা হয়নি। জানি না তারা কি চিন্তা করছেন। এরপর নির্বাচকদের সঙ্গে আমার কথা হয়নি। সামনে ওয়ানডে এলে, সুযোগ পেলে খেলব। ক্রিকেটটা আমি মন দিয়ে খেলি। এটাই আমার কাছে সব। অধিনায়কত্ব নিয়ে কী হবে সেটা বোর্ডের সিদ্ধান্ত।

প্রশ্ন : নির্বাচকরা যদি জানতে চান, আপনি খেলতে চান কি না?

মাশরাফি : আমি এখন কি করছি? যখন জিম্বাবুয়ে সিরিজে আমাকে বলা হয়েছিল আমি বলছি খেলব। আমি খেলছি তো খেলার জন্যই। এমন তো নয় যে আমি ফাজলামো করছি! খেলার জন্যই খেলছি। পারফরম্যান্স বা অন্য কিছু মিলিয়ে যারা দায়িত্বে আছেন তারাই সিদ্ধান্ত নেবেন।

এখানে মোস্তাফিজুরের বিষয়ে একটা কথা বলতে চাই। আপনাদের কথা, দর্শকদের কথা আলাদা। সবাই চাইবে সে ভালো করুক। কিন্তু যারা তার দায়িত্বে আছে তারা কেন সংশোধন না করে মোস্তাফিজের সমালোচনা করবে। একজন অর্ধেক মোস্তাফিজও তো আমাদের কাছে অনেক কিছু। বাংলাদেশে আপনি আমাকে একজন অর্ধেক মোস্তাফিজকে দেখান? তাকে আগলে রাখতে হবে।

 

আরও নতুন খবর পেতেঃ খেলাএকজন মাশরাফি বিন মর্তুজা

Tag: Bangla news sports,  Bangla news sports today

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 5 =

Back to top button