ক্রিকেটখেলাধুলা

বিপিএলের লিগ পর্ব শেষে সেরা বোলার ফিজ

গতকাল শেষ হলো বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ডাবল লিগ পদ্ধতির মোট ৪২টি ম্যাচ। ব্যাটসম্যান-বোলারদের তীব্র লড়াই দেখেছে ক্রিকেটপ্রেমিরা। লিগ পর্ব শেষে বোলারদের মধ্যে সেরার খেতাবটা পেয়ে

গেল শনিবার শেষ হয়েছে বঙ্গবন্ধু বিপিএলের লিগ পর্ব। এখন পর্যন্ত ৪২ ম্যাচ হয়েছে। এই সময়ে ব্যাটসম্যান-বোলারদের মধ্যে তীব্র লড়াই দেখেছেন ক্রিকেটপ্রেমীরা। লিগ পর্ব শেষে সেরা বোলার রংপুর রেঞ্জার্সের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। ১২ ম্যাচে ২০ উইকেট শিকার করেছেন তিনি।

তার পাশে থেকে ফিজকে নিয়ে ইতিবাচক কথা বলেছেন মাশরাফি বিন মর্তুজা-মুশফিকুর রহিম-মাহমুদুল্লাহরা। দলের সিনিয়র ও সতীর্থদের কথার মান রেখেছেন মুস্তাফিজ। বল হারে জ্বলে উঠে লিগ পর্ব শেষে সর্বোচ্চ উইকেট শিকারী ফিজ।

অথচ প্রথম দিকে বল হাতে নিষ্প্রভ ছিলেন ফিজ। স্বাভাবিকভাবেই তাকে নিয়ে হচ্ছিল ঢের সমালোচনা। তবে তার পাশে ছিলেন মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদের মতো সিনিয়র ক্রিকেটাররা। সবাই কাটার মাস্টারকে নিয়ে ইতিবাচক কথা বলেছেন।

জাতীয় দলের অভিজ্ঞ সতীর্থদের কথার মান রেখেছেন মোস্তাফিজ। বল হাতে জ্বলে উঠে লিগ পর্ব শেষে সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। ১৮ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন খুলনা টাইগার্সের দক্ষিণ আফ্রিকান পেস অলরাউন্ডার রবি ফ্রাইলিঙ্ক। ১৭টি করে উইকেট নিয়ে তৃতীয় স্থানে আছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পেসার মেহেদি হাসান রানা ও খুলনার শহিদুল ইসলাম।

বঙ্গবন্ধু বিপিএলে লিগ পর্ব শেষে শীর্ষ বোলার

খেলোয়াড়- ম্যাচ- ইনিংস- ওভার- রান- উইকেট

মোস্তাফিজুর রহমান (রংপুর রেঞ্জার্স)-১২-১২-৪৪.৩-৩১২-২০

রবি ফ্রাইলিঙ্ক (খুলনা টাইগার্স)-১২-১২-৪৫-৩৩০-১৮

মেহেদি হাসান রানা (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স)-৮-৮-৩০-২০৯-১৭

শহিদুল ইসলাম (খুলনা টাইগার্স)-১১-১১-৪১-৩৫৮-১৭

রুবেল হোসেন (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স)-১১-১১-৪০.৫-২৯২-১৬

 

আরও খবর পেতেঃ সর্বশেষ খেলার নিউজ –  ফিজ 

Tag: Sports news daily, Sports news daily

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 8 =

Back to top button