খালেদা জিয়াকে কি কারাগারে বিষপ্রয়োগ করা হয়েছিল?
আলোচনায় আইনজীবী, পিনাকি, রিজভী ও আব্বাসের বক্তব্য
অনেক প্রশ্ন পেছনে রেখেই বর্তমানে লন্ডনে গিয়ে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ইতোমধ্যে সেখানে তাঁর বিভিন্নরকম স্বাস্থ্যপরীক্ষা শুরু হয়েছে, থেরাপিও দেয়া হয়েছে। এরইমধ্যে একটি আলোচনা প্রশ্ন আকারে ঘুরেফিরে আসছে বিভিন্নমহলে- খালেদা জিয়াকে কি কারাগারে বিষ প্রয়োগ করা হয়েছিল? আসুন জেনে নেয়া যাক, হঠাৎ করেই কেনো এমন প্রশ্ন?
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে স্লো পয়জন দিয়ে হত্যাচেষ্টা করা হয়েছে বলে ১৫ জানুয়ারি বুধবার জানিয়েছেন তাঁর আইনজীবী জয়নুল আবেদীন। এদিন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস দেওয়ার পর সাংবাদিকদের একথা বলেন তিনি।
তাছাড়া এমন আলোচনার আরেকটি বড় কারণ হলো খালেদা জিয়াকে সম্প্রতি চিকিৎসার উদ্দেশ্যে বিদেশ নেয়ার পরপরই ভাইরাল হওয়া অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্যের একটি ভিডিও। এর সাথে যোগ হয়েছে- ৩ ডিসেম্বর ২০২১ সালে ‘বেগম জিয়াকে বিষপ্রয়োগ করা হয়েছে; বিদেশে চিকিৎসার জন্য নেয়া হলে সেটা প্রমাণ হয়ে যাবে’ মর্মে অভিযোগ করে বিএনপির স্থায়ীকমিটির সদস্য মির্জা আব্বাসের দেয়া একটি বক্তব্য।
তাছাড়া ১৬ই অক্টোবর ২০২৩ সালে বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করেছিলেন, জনসমর্থনহীন শাসকগোষ্ঠী প্রতিনিয়ত তাদের রাজনৈতিক প্রতিপক্ষদের নির্মূলের মহাপরিকল্পনায় লিপ্ত। এ ক্ষেত্রে খাবারের মধ্যে বিষ প্রয়োগ থেকে শুরু করে বিচারের নামে প্রহসনের সাজা দেওয়া এবং গুম-খুন-গুপ্তহত্যার বিবিধ প্রণালী অবলম্বন করেছে শেখ হাসিনা সরকার। এটা নিশ্চিত যে, বন্দী বেগম জিয়াকে আওয়ামী সরকার সুপরিকল্পিতভাবে খাবারের মধ্যে বিষ প্রয়োগের ঘটনা ঘটিয়েছে বলে দেশবাসী মনে করে।
বর্তমানে উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়া লন্ডন অবস্থান করছেন। গেল (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় বুধবার দুপুর ২টা ৫৫ মিনিটে তাঁকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা শুরু হয়েছে। ইতিমধ্যে রক্ত ও ডায়াবেটিসের পরীক্ষা করা হয়েছে। ‘দ্য লন্ডন ক্লিনিক’–এর অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির অধীন লিভার, কিডনি ও হৃদ্রোগবিশেষজ্ঞ চিকিৎসকেরা বৃহস্পতিবার খালেদা জিয়ার স্বাস্থ্যের প্রাথমিক কিছু পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করেছেন।
বাংলাদেশ থেকে লন্ডনে যাওয়া খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দ্য লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকেরা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বেশ কিছু পরীক্ষার পরামর্শ দিয়েছেন; সে অনুযায়ী পর্যাক্রমে পরীক্ষাগুলো করা হচ্ছে।খালেদা জিয়ার শরীরের বিভিন্ন পরীক্ষার ফলের ওপর নির্ভর করবে, কী ধরনের চিকিৎসা তাঁকে দেওয়া হবে। তবে প্রাথমিক চিকিৎসা চলছে ।
৭৯ বছর বয়স্ক তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। ২০১৮ সালে তাঁকে একটি দুর্নীতির মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। সেই মামলায় সাজা নিয়ে তিনি দুই বছরের বেশি সময় কারাগারে ছিলেন; কিন্তু বিএনপি নেত্রীর লিভার প্রতিস্থাপন খুব জরুরি হয়ে পড়েছে বলে বাংলাদেশের চিকিৎসকেরা অনেক দিন ধরে বলে আসছিলেন। এমন পরিস্থিতিতে দল ও পরিবারের পক্ষ থেকে ২০২০ সাল থেকে তৎকালীন আওয়ামী লীগ সরকারের কাছে বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে কয়েক দফা আবেদন করা হয়; কিন্তু সেই সরকার তাতে সাড়া দেয়নি।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতির এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। এরপর দুর্নীতির যে দুটি মামলায় তিনি কারাবন্দী হয়েছিলেন, সেগুলোর রায় বাতিল করেন আদালত। এরপর তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডন গেলেন। সর্বশেষ তথ্য বলছে আগের চেয়ে শারীরিভাবে অনেকটা সুস্থ রয়েছেন বেগম জিয়া।
বেগম জিয়া চিকিৎসার উদ্দেশ্যে বিদেশ যাওয়ার পরপরই অনলাইন অ্যাকটিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্যের একটি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়।যে ভিডিওটি পিনাকী তাঁর ব্যাক্তিগত ইউটিউব এ্যাকাউন্টে সাত মাস আগে বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে ভিডিওটি পোস্ট করেন। পোস্ট করা ঐ ভিডিওতে পিনাকী বলেন- ওনার লিভার সম্পূর্ণ ভালো, মাত্র এক বছর ১১ মাস আগে ওনার লিভার ঝকঝকে পরিষ্কার সম্পূর্ণ ভালো। আর এক বছর এক মাসের মাথায় ওনার লিভার সিলোসিস হলো আর ওনি রক্তবমি করা শুরু করে দিলেন?
এর আগে ৩ ডিসেম্বর ২০২১ সালে, সরকার খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে বলে অভিযোগ করে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছিলেন, ‘বেগম জিয়াকে বিষ প্রয়োগ করা হয়েছে। বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হলে সেটা প্রমাণ হয়ে যাবে। এই জন্যই বর্তমান অবৈধ সরকার (বিগত শেখ হাসিনা সরকার) খালেদা জিয়াকে বিদেশে সুচিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছে না। কিন্তু আজ না হয় কাল এই সত্য প্রমাণিত হবেই।
চিকিৎসার জন্য বর্তমানে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডন অবস্থান করছেন। তাই খালেদা জিয়াকে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে কারাগারে সত্যিই বিষ প্রয়োগ করা হয়েছিল কিনা- তা খতিয়ে দেখার জোর দাবি জানিয়েছেন বিএনপির অনেক নেতাকর্মীসহ আপামর জনগণ।