ভালোবাসা দিবসে তিশার ‘লজ্জা’
নুসরাত ইমরোজ তিশা অভিনয় জগতের প্রিয়মুখ। প্রায় দুই দশক ধরে ছোট পর্দা ও বড়পর্দায় অভিনয় করে আসছেন তিনি। নাটকে ও সিনেমায় অভিনয় করে পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। বর্তমানে বেশ কিছু নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রী।
সম্প্রতি ভালোবাসা দিবসের একটি নাটকে অভিনয় করেছেন তিশা। ‘লজ্জা’ নামের এই নাটকটি নির্মাণ করেছেন হাবিবুর রহমান। নুসরাত ইমরোজ তিশা বিপরীতে এই নাটকে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান। সমাজের সচেতনতামূলক গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি।
নুসরাত ইমরোজ তিশা নাটকটি নিয়ে বলেন, ‘আমাদের ঘরে-বাইরে,শিক্ষাঙ্গণ-কর্মস্থল, গণপরিবহন-কোথাও নিরাপদ নন নারীরা। এখনো নারীরা পথে নির্ভয়ে চলতে পারে না।
নানা সমস্যায় পড়তে হয় তাদের। চার পাশে এমনই ঘটে যাওয়া চিত্র উঠে আসবে এই নাটকের মধ্যে। দেখলে মনে হবে এটি যেন আমাদের সবার গল্প। আশা করি, দর্শকদের ভালো লাগবে।’
নির্মাতা সূত্রে জানা গেছে, আসছে ফেব্রুয়ারি মাসে ভালোবাসা দিবস উপলক্ষে কোনো একটি চ্যানেলে প্রচার হবে বলে নাটকটি, সূত্র জাগো নিউজ।
এছাড়াও এবারের ভালোবাসা দিবসে বিশেষ একটি নাটকে জুটি বেধে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জোভান আহমেদ ও হালের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। নাটকটির শিরোনাম ‘অচেনা আলো’। এটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু আর পরিচালনা করেছেন অনন্য ইমন।
নাটকের গল্প সম্পর্কে নির্মাতা অনন্য ইমন বলেন, ‘অচেনা আলো’ নাটকে তিশা ও জোভান একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী। অনি পৃথার সিনিয়র। তিশার সৎগুনাবলী জোভানকে মুগ্ধ করে। কিন্তু পৃথা কোনো ছেলেকে ভালোবাসা তো দূর, পরিচিত হতেও আগ্রহী না। কেন, তা জানতে দেখতে হবে নাটকের শেষ দৃশ্য পর্যন্ত।
অনন্য ইমন আরো বলেন, আমি কখনোই স্রোতে গা ভাসিয়ে দেয়ার মতো কাজ করতে চাই না। ভালো গল্প, যথার্থ শিল্পী ও সুনির্মাণের যথেষ্ট সুযোগ থাকলেই কাজ করি। আশা করি, দর্শক এই নাটকটি দেখলেই তা বুঝবে।
আরও খবরঃ হাস্যরস – বিনোদন সারাদিন
Tag: Celebrity news today, Celebrity news today bd