খেলাধুলাফুটবল

অনন্য কীর্তি গড়লেন রোনালদো

বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আপন গতিতে ছুটছেন পর্তুগিজ স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো। ৩৪ বছর বয়সে এসেও গোলের ক্ষুধা আগের মতো রয়ে গেছে এ তারকা ফুটবলারের। জুভেন্টাসের হয়ে শেষ ম্যাচেও জোড়া গোল করে দলকে এনে দিয়েছেন কাঙ্খিত জয়। এর মাধ্যমে রেকর্ড বইয়ে ঘষামাজা করেছেন পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো।

শেষ ম্যাচে পার্মার বিপক্ষে বল জালে জড়ানোর মাধ্যমে সিরি’আ লিগে টানা ৭ ম্যাচে গোল করলেন এ তারকা ফুটবলার। ডিসেম্বরের ১ তারিখের পর থেকে খেলা ১১ ম্যাচের ১০টিতে গোলের দেখা পেলেন ‘সিআর৭’ খ্যাত রোনালদো। সুপার কোপা ইতালিয়ার ফাইনালে লাজিওর বিপক্ষে কেবল বল জালে জড়াতে পারেননি আন্তর্জাতিক ফুটবলের দ্বিতীয় সেরা স্কোরার।

এ মৌসুমে জুভেন্টাসের হয়ে রোনালদোর গোল সংখ্যা দাঁড়িয়েছে ১৬টি। আর এর মাধ্যমে অনন্য কীর্তি গড়লেন পর্তুগিজ এ স্ট্রাইকার। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ইউরোপের সেরা তিন লিগ মিলিয়ে টানা ১৪ মৌসুমে কমপক্ষে ১৫ গোল করার নজির স্থাপন করলেন। এছাড়াও ৬০ বছর পর জুভেন্টাসের প্রথম কোনো খেলোয়াড় হিসেবে শুরুর ২০ ম্যাচে ১৬ গোল করলেন রোনালদো। সর্বশেষ ১৯৬০ সালে আর্জেন্টাইন ওমর সিভোরি জুভেন্টাসের হয়ে এ কীর্তি গড়েছিলেন।

পর্তুগিজ এ স্ট্রাইকারকে নিয়ে জুভেন্টাস কোচ মাউরিজিও সারি বলেন, ‘রোনালদো একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়। যে কোনো সমস্যার সমাধান দিতে পারে রোনালদো। মানসিকভাবেও অনেক শক্ত রোনালদো। দলের বাকি খেলোয়াড়রা তাকে ঘিরে খেলে থাকে,’ সূত্র রাইজিং বিডি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 17 =

Back to top button