রাজনীতি
বাস-ট্রাকের ব্যাক গিয়ার আছে, নৌকার গিয়ার একটিই: আতিকুল
১ ফেব্রুয়ারি সিটি নির্বাচনে সবাইকে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম।
তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেয়ার কোনো বিকল্প নেই। নৌকা দেবে শান্তি, নৌকা দেবে সচল ঢাকা।
তিনি বলেন, বাস-ট্রাকের ব্যাক গিয়ার আছে, কিন্তু নৌকার কোনো ব্যাক গিয়ার নেই। নৌকার গিয়ার একটিই, সেটি হচ্ছে– ফ্রন্ট গিয়ার।
শনিবার দুপুরে রাজধানীর গুলশান কাঁচাবাজার এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন আতিকুল ইসলাম।
তিনি বলেন, আগামীকাল রোববার তিনি নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন, সূত্র যুগান্তর।