শোবিজ
পাকিস্তানে মারা গেলেন শাহরুখ খানের বোন
বলিউড সুপারস্টার শাহরুখ খানের চাচাতো বোন নূর জিহান (৫২) মঙ্গলবার পাকিস্তানের একটি হাসপাতলে মারা গেছেন।
পাকিস্তানের পেশোয়ারের ওই হাসপাতালে দীর্ঘদিন ধরে তিনি চিকিৎসা নিচ্ছিলেন। খবর জিও নিউজের।
পেশোয়ারের কিসসা খাওয়ানি বাজারের কাছে শাহওয়ালি কাতালে থাকতেন নূর জিহান।
তিনি দীর্ঘদিন ধরে ওরাল ক্যান্সারে ভুগছিলেন বলে জানান তার স্বামী আসিফ বুরহান।
রাজনৈতিকভাবে বেশ সক্রিয় ছিলেন নূর জিহান। জেলা ও শহর কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
২০১৮ সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনে পেশোয়ারের একটি (পিকে-৭৭) আসনে অংশগ্রহণ করতে মনোনয়নপত্রও জমা দিয়েছিলেন তিনি। তবে শেষ মুহূর্তে তা প্রত্যাহার করে নেন।