ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটকেন্দ্র ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার সকালে দুই সিটি কর্পোরেশনের নির্বাচন উপলক্ষে বিজিবির ৬৫ প্লাটুন মোতায়েন করা হয়েছে। এরা নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।
বৃহস্পতিবার সকাল থেকে বিজিবি সদস্যরা মাঠে সক্রিয় অবস্থান নিয়েছেন বলে নিশ্চিত করেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম।
তিনি বলেন, ঢাকা দুই সিটি করপোরেশনের নির্বাচন উপলক্ষে স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবির ৬৫ প্লাটুন মোতায়েন করা হয়েছে আজ সকাল থেকে।
ভোটের আগে ও পরে মোট ৪ দিন দায়িত্ব পালন করবে বিজিবি সদস্যরা। এছাড়া বিজিবির ১০ প্লাটুন রিজার্ভ থাকবে নির্বাচন উপলক্ষে যেকোনো পরিস্থিতি মোকাবিলায়।
ইসি সূত্রে জানা গেছে, প্রতি দুটি সাধারণ ওয়ার্ডে এক প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। বিজিবির প্রতিটি টিমের সঙ্গে ৩০ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। ঢাকা উত্তরে মোট ৫৪ জন এবং দক্ষিণে ৭৬ জনসহ মোট ১৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন।
প্রসঙ্গত, ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি নির্বাচন। এবারই প্রথম দুই সিটির সবগুলো কেন্দ্রে ইলেট্রনিক ভোটিং মেশিন পদ্ধতিতে ভোটগ্রহণ করা হবে।