রাজনীতি

আমি জনগণের মেয়র হয়ে গেছি : ইশরাক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ‘আমি বিশ্বাস করি জনগণের মেয়র আমি হয়ে গিয়েছি। জনগণের মনে আমি জায়গা করে নিয়েছি।’

শনিবার বিকেল সাড়ে তিনটার সময় জুরাইনের শেখ কামাল সরকারি প্রাথমিক বিদ্যালয় সেন্টারে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

ইশরাক হোসেন বলেন, এখানে প্রবেশ করার পর দেখতে পাই জনমানব শূন্য কাকপক্ষীও নেই। একজন ভোটার তো দূরের কথা কেউ ছিল না। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মেইন গেটে আর ভেতরে আমি দেখেছি তালা মারা ছিল। আমরা যখনই প্রবেশ করেছি তখন তড়িঘড়ি করে তারা তালা খুলে দিলেন। এখানে আমরা আরো একটি অভিযোগ পেয়েছি যে, মেশিনে ধানের শীষের মার্কা দেখাচ্ছে না। আমি প্রিজাইডিং কর্মকর্তার সাথে কথা বললে উনি বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করার চেষ্টা করলেন। তার ওখানেও জনমানবশূন্য কেউ নাই। এই ভোট কেন্দ্রে কোনো ভোটার নেই কিন্তু ওনারা বলছেন এখানে ভোট হচ্ছে। আমার আর কিছু বলার নেই। যতগুলো কেন্দ্র পরিদর্শন করেছি সবগুলোতে একই অবস্থা দেখেছি। পোলিং এজেন্টকে বের করে দিয়ে তারা নিজেরা নিজেরা ভোট সম্পন্ন করছেন।

সকাল থেকে ভোট চলছে, শেষ হওয়ার আর মাত্র কিছু সময় বাকি এই পর্যায়ে এসে আপনি কি বলবেন? আমার প্রতিপক্ষ প্রার্থী ভোটারদের অনেক ভয় পায়। তাদের সিনিয়র নেতা আব্দুর রহমান ভোটের তিন দিন আগে ভোট কেন্দ্র দখল করার কথা বলেন। সেটার চিত্র আমরা দেখতে পাচ্ছি। তিনি বলেন, আমরা কোনো প্রকার বিশৃঙ্খলা চাই না। এজন্য আমরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করিনি এবং আমাদের কর্মীদেরকেও বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেইনি।

বিএনপি’র এই প্রার্থী বলেন, আমরা চেয়েছিলাম নির্বাচন কমিশন একটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে, আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বশীল ভূমিকা পালন করবে। সেটা হয়নি। এখন আমরা ৪টা পর্যন্ত দেখব। ভোট গণনার পরে দলীয়ভাবে সিদ্ধান্ত আসবে পরবর্তী করণীয় কি?

 

আরও খবর দেখুন এখানেঃ আন্তর্জাতিক –  জাতীয়

online bangla newspapers, online bangla newspapers

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 6 =

Back to top button