মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সন্তান, ছুঁতেও পারছেন না বাবা!
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে শিশুসন্তান। কিন্তু নিজের সন্তানকে একটিবার ছুঁয়ে দেখার অনুমতি নেই বাবার।
এমনই এক হৃদয়বিদারক ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে।
সম্প্রতি ফেসবুকে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত ছোট্ট একটি শিশুকে চারদিকে কাঁচের দেয়াল দিয়ে ঘিরে ভেতরে একটি বিছানায় রাখা হয়েছে।
আর অবুঝ শিশুটি তার বাবাকে দেখে কোলে উঠার জন্য হাত বাড়িয়ে দেয়। কিন্তু নিষ্ঠুর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় শিশুটিকে একটিবার ছুঁতেও পারছে না বাবা। সেই বেদনা সইতে না পেরে কাঁদছেন বাবা। আর শিশুটি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখছে তার বাবাকে।
গত ৩০ ডিসেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুঁশিয়ারের পর নতুন করোনাভাইরাস শনাক্ত করে চীন। বিজ্ঞানীরা প্রথম থেকেই ধারনা করে আসছেন যে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটির হুবেই প্রদেশের উহান শহরের একটি সি ফুড মার্কেট থেকে ওই ভাইরাস ছড়িয়েছে।
প্রাণঘাতী করোনভাইরাসে এখন পর্যন্ত ৭২৪জন মারা গেছেন। আর আক্রান্ত হয়েছেন ৩৪ হাজারের বেশি।