কিভাবে বুঝবেন মনের দরজায় কড়া নাড়ছে ভালোবাসা
একজন নারী ও পুরুষের ভালোবাসা একদিনে তৈরি হয় না। তবে হঠাৎ দেখাতে কারও প্রতি ভালোবাসা ও ভালোলাগা তৈরি হতে পারে। তবে এই ভালোলাগা বা ভালোবাসার কিছু লক্ষণ রয়েছে। একজনের প্রতি ভালোবাসা জন্মালে তার প্রতি কিছু আপনার মনের টান অনেক বেশি বেড়ে যাবে। সামনে ‘ভ্যালেন্টাইনস ডে’। প্রকৃতি সাজবে নতুন রূপে। শুরু হয়ে যাবে বসন্ত। এই সময় তাই হলো প্রিয়জনকে ভালোবাসার কথা বলার শ্রেষ্ঠ সময়। তাই প্রিয় মানুষকে জানাতে পারেন নিজের ভালোবাসার কথা।
হয়তো বা কাউকে ভালোলাগে আপনার। আর তাকে ভালোবাসতেও চান। তবে মুখে বলতে পারেন না বা অনেক কিছুই বুঝে উঠতে পারেন না। আসুন জেনে নিই যেসব লক্ষণে বুঝবেন ভালোবাসা আপনার মনের দরজায় কড়া নাড়ছে-
১. অনেক কর্মব্যস্ত জীবনের মাঝেও হয়তো প্রিয়জনকে দেখার জন্য মন কাঁদে। বুঝবেন আপনি প্রেমে পড়েছেন।
২. অনেক সমস্যার মধ্যে থেকেও যদি প্রিয়জনের চোখে চোখ রাখলেই মন জুড়িয়ে যায়। তা হলে বুঝতে হবে আপনি হয়তো প্রেমে পড়েছেন।
৩. একটা ফোন আপনার সব ক্লান্তি দূর করছে কি? বিশেষ মানুষের ফোন এলে কি মুহূর্তেই সব অবসাদ, ক্লান্তি, একঘেয়েমি কেটে যাচ্ছে? তা হলে আপনি প্রেমে পড়েছেন।
৪. প্রিয়জনের সব কিছুই যদি আপনার ভালোলাগে, তবে বুঝতে হবে আপনি প্রেমে পড়েছেন।
৫. যদি কারও সঙ্গে দেখা হওয়ার আনন্দে আপনি সবচেয়ে প্রিয় জামাটা পরে ফেলেন, তা হলে আর সেটি প্রেম না হয়ে যায় কোথায়!
৬. একটা ফোনের এসএমএসের শব্দে যদি আপনার মনে ভায়োলিন বাজে তা হলে বুঝবেন প্রেমে পড়েছেন।
৭. কানে যদি সবসময় বাজে অরিজিত সিং তা হলে দেরি করাটা ভুলই হবে। তাই বসন্তের সুযোগকে কাজে লাগিয়ে পছন্দের মানুষকে জানিয়েই দিন আপনার মনের কথা। বলে ফেলুন ভালোবাসি। সূত্র: জিনিউজ।
valentine day news, valentine day news