রাজনীতি

আ’লীগের মনোনয়নপত্র নিলেন মেয়র নাছির

আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগের হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীন।
মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মেয়র পদে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। এ সময় তিনি পুনরায় মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
সোমবার শুরু হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ। প্রথম দিন চার মেয়রপ্রার্থী এবং ৯৪ কাউন্সিলর প্রার্থী ফরম সংগ্রহ করেন।
মেয়র পদে যারা মনোনয়নপত্র নিয়েছেন, তারা হচ্ছেন– সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, নগর আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম, রেজাউল করিম চৌধুরী, মজিবুর রহমান।
১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। পরে মনোনয়ন দেয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − nine =

Back to top button