হাস্যরস
সুযোগ-সুবিধা
কাস্টমার: আচ্ছা, এই হোটেলের ব্যবস্থাপত্র, মানে সুযোগ-সুবিধা, সব কেমন?
ম্যানেজার: সেসব আপনার বেশ পছন্দ হবে।
মনে হবে যেন বাড়িতেই আছেন।
কাস্টমার: তাহলে চলবে না। কারণ যদি বাড়ির অসুবিধাই পেতে হয়, তবে আর হোটেলে থেকে কি লাভ?