Lead Newsজাতীয়

বিসিএস নন-ক্যাডারে নিয়োগ পাচ্ছেন ৭৩১ জন

দুই বিসিএসের নন–ক্যাডার থেকে ৭৩১ জনকে নিয়োগ দেয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)।

এর মধ্যে ৩৯তম বিশেষ বিসিএসে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পাননি, তাদের মধ্য থেকে ৫৬৪ জনকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ দেয়া হবে।

এ ছাড়া ৩৭তম বিসিএস থেকে ১৬৭ জনকে দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার কমিশনের বিশেষ সভায় এদের নিয়োগের সুপারিশ করা হয়েছে।

৩৯তম বিশেষ বিসিএসে চার হাজার ৫৪২ জনকে সহকারী সার্জন এবং ২৫০ জনকে সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়।

আর ৩৭তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় চার হাজার ৭৬৮ জন উত্তীর্ণ হয়েছেন। তাদের মধ্য থেকে এক হাজার ৩১৪ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়।

৩৭তম বিসিএস পরীক্ষায় ক্যাডার পদে এবং প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে সুপারিশ পাননি এমন প্রার্থী থেকে ১৬৭ জনকে দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হলো।

এর আগে ৩৭তম বিসিএসে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে ৬৯২ জন এবং দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে এক হাজার ৫২ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছিল।

চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পান না, তাদের মধ্য থেকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ দেয়ার প্রক্রিয়া শুরু হয় ৩১তম বিসিএস থেকে।

৩৯তম বিসিএসে ৪ হাজার ৪৪৩ জন চিকিৎসককে স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত ৮ ডিসেম্বর তাঁরা যোগদান করেছেন। পরে তাঁদের দেশের বিভিন্ন স্থানে পদায়ন করা হয়েছে।

 

আরও খবর পেতেঃ সম্মান ও স্বীকৃতি ভাইরাল 

positive news good news, positive news good news

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + eleven =

Back to top button