রবি শাস্ত্রীই থাকছেন কোহলিদের প্রধান কোচ
ভিরাট কোহলিদের প্রধান কোচ হিসেবে রবি শাস্ত্রীকেই রেখে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তার সাথে ২০২১ সালের টি২০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি বাড়িয়েছে ভারত। বিশ্বকাপের আয়োজকও তারা।
বিসিসিআইয়ের ক্রিকেট উপদেষ্টা কমিটি (সিএসি) কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করা পাঁচ প্রার্থীর সাক্ষাৎকার নেয়। ভারতের সাবেক অধিনায়ক কপিল দেব, সাবেক ক্রিকেটার ও কোচ অংশুমান গায়কোয়ার এবং ভারতের নারী দলের সাবেক অধিনায়ক শান্তা রঙ্গস্বোয়ামি সিএসির এ তিন সদস্যই কোচ হিসেবে রবি শাস্ত্রীকে রেখে দেয়ার সম্মতি জানান।
কপিল বলেন, কোচ হওয়ার দৌড়ে দুই এবং তিন নম্বরে ছিলেন যথাক্রমে নিউজিল্যান্ডের সাবেক কোচ মাইক হেসন ও শ্রীলঙ্কার সাবেক কোচ টম মুডি।
শাস্ত্রী এবং তার সহকারী স্টাফদের চুক্তির মেয়াদ ২০১৯ বিশ্বকাপের পর শেষ হয়। তবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের কথা মাথায় রেখে তাদের চুক্তির মেয়াদ ৪৫ দিন বাড়ানো হয়।
ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার আগে ভারত অধিনায়ক ভিরাট কোহলি রবি শাস্ত্রীকেই কোচ হিসেবে তার পছন্দ বলে ঘোষণা দিয়ে যান। সূত্র: ইএসপিএনক্রিকইনফো।