১৯৪৭ সালে মুসলিমদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত ছিল : বিজেপির মন্ত্রী
ভারতের কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, ‘১৯৪৭ সালের আগে মোহাম্মদ আলী জিন্নাহ ইসলামিক দেশ গড়ার ডাক দিয়েছিলেন। সেটা আমাদের পূর্বপুরুষের ভুল ছিল, যার জন্য আমাদের মূল্য দিতে হচ্ছে। সেই সময়ই যদি মুসলিম ভাইদের পাঠিয়ে দেওয়া হতো সে দেশে (পাকিস্তানে), আর সেখানকার হিন্দুদের ভারতে নিয়ে আসা হতো, তাহলে এমন পরিস্থিতি তৈরি হতো না।
বিহার রাজ্যের এক সভায় এমনই বক্তব্য দিয়েছেন ভারতের কেন্দ্রীয় সরকারের পশু পালন, ডেইরি ও মৎস্য মন্ত্রণালয়ের মন্ত্রী গিরিরাজ সিং। এ ছাড়া কিছুদিন আগে দেওবন্দকে ‘সন্ত্রাসের গঙ্গোত্রী’ বলে আখ্যা দেন গিরিরাজ সিং। এর পর থেকেই বিতর্ক শুরু হয়।
দেওবন্দে বেশ কয়েক দিন ধরেই নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) বিরোধী আন্দোলন শুরু হয়েছে। আর তার জেরেই গিরিরাজ এসব কথা বলছেন।
দিল্লির শাহিনবাগ আন্দোলন নিয়ে গিরিরাজ সিংয়ের বক্তব্য এর আগেও আলোচনায় এসেছে। তবে দিল্লি নির্বাচনের দিন গিরিরাজ সিং বলেন, ‘শাহিনবাগের সমর্থকরা কেজরিওয়ালকে ভোট দিতে এগিয়ে যাবেন। দিল্লিবাসীর কাছে আমার আবেদন, যদি মনে করেন যে দিল্লিকে ইসলামিক স্টেট হতে দেবেন না , তাহলে বিজেপিকে ভোট দিন।’