মাদরাসা বিতর্কে মমতা: জঙ্গিবাদের সঙ্গে ধর্মকে জড়ানো ঠিক নয়
ভারতে পশ্চিমবঙ্গের কিছু মাদরাসা জঙ্গি তৈরির কারখানা বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনের জেরে বিধানসভায় মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার মতে, সমাজবিরোধীরা সমাজবিরোধীই হয় – এর সঙ্গে কোনো ধর্মকে জড়িয়ে ফেলা ঠিক নয়।
মমতা আরও বলেন, লোকসভায় প্রশ্ন ওঠার পর ২৮ জুন রাজ্য সরকারের কাছে প্রশ্ন আসে। রাজ্য সরকারের কাছে জানতে চাওয়া হয়, মাদরাসায় এরকম হয় কিনা? আমরা উত্তর দিয়েছিলাম, প্রশ্নই ওঠে না। কিন্তু তারপর ওরা আমাদের আর উত্তর দেয়নি।
মমতার স্পষ্ট বক্তব্য, সমাজবিরোধীরা সমাজবিরোধীই হয়। এর সঙ্গে কোনো ধর্মকে জড়ানো উচিত নয়। কেউ চোর হলে তার গোটা জাত-ই কি চোর? কোনো একক ব্যক্তি বা ছাত্র যদি জঙ্গি বা সমাজবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িয়ে থাকে, তবে সরকার দেখবে। ধর্মের ভিত্তিতে ভাগাভাগি করা ঠিক না।
প্রসঙ্গত, সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক সতর্কবার্তা জারি করে। সেই রিপোর্টে বলা হয়, ভারত-বাংলাদেশ সীমান্তে একাধিক জঙ্গি শিবির চালাচ্ছে জেএমবি। সেই শিবিরে নিয়মিত যাতায়াত করে লস্কর-ই-তাইয়্যেবার কুখ্যাত জঙ্গিরা। মুর্শিদাবাদ, মালদা ও বর্ধমানের মাদরাসাগুলোকে তরুণ-তরুণীদের মগজ ধোলাইয়ের কাজে ব্যবহার করছে বাংলাদেশি জঙ্গি সংগঠন জামাত উল মুজাহিদিন। মাদরাসাগুলো থেকে তাদের নিয়োগ করে সংগঠনের শক্তি বাড়াচ্ছে জেএমবি।
এই প্রতিবেদন সামনে আসার পরই হুলুস্থুল পড়ে যায় বিধানসভায়। বুধবার অধিবেশনের শুরুতেই ক্ষোভ উগরে দেন বিরোধী দলনেতা আবদুল মান্নান। মাদরাসাগুলোকে ‘সন্ত্রাসের আঁতুড়ঘর’ বলে উল্লেখ করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেন তিনি।
১৪০০ বছর ধরে পশ্চিমবঙ্গে মাদরাসা শিক্ষাব্যবস্থা চলছে বলে জানান মান্নান। মুখ খোলেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীও। তিনি বলেন, সার্বিকভাবে মাদরাসাকে বললে ভুল হবে। কোনো ব্যক্তি বা কোনো ছাত্র যদি সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকে, তাহলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার।
যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক আলী রিয়াজ এ নিয়ে বাংলাদেশে পরিবার, সমাজ, রাজনীতি, অর্থনীতি সব ক্ষেত্রে তরুণদের অংশগ্রহণের সুযোগ ও সম্ভাবনা সীমিত হয়ে আসছে । তরুণদের মধ্যে নিরাপত্তার অভাব অনুভূত হচ্ছে। বর্তমান রাজনীতি ও অর্থনীতি তরুণদের সামনে কোনো আদর্শ তৈরি করছে না। এসব সমস্যা যতই অস্বীকার করা হবে, ততই এগুলো বাড়তে থাকবে।
আরও খবর পেতে দেখুনঃ আন্তর্জাতিক বাংলা নিউজ – বিবিধ বাংলা নিউজ
Positive News, Positive News