আন্তর্জাতিকভাইরাল
মিশিগানের সৈকতে ফুঁড়ে উঠল ‘বরফ আগ্নেয়গিরি’! (ভিডিও)
সম্প্রতি বেশ কয়েকটি ছবি ও ভিডিও শেয়ার করেছে আমেরিকার মিশিগানের ন্যাশনাল ওয়েদার সার্ভিস গ্রান্ড র্যাপিড।
নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ছবিগুলো মিশিগানের ওভাল সমুদ্র সৈকতের।
সেখানে দেখা যাচ্ছে, বরফের মধ্য জেগে উঠছে ‘আগ্নেয়গিরি’! তবে এই আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হচ্ছে না। বরং আগ্নেয়গিরি ফুঁড়ে উঠছে বরফ।
ওভালের ওই সমুদ্রসৈকত ঢাকা রয়েছে বরফে। তার মধ্যেই কোনো কোনো জায়গায় ভলক্যানোর স্টাইলে ভেতর থেকে উপরে উঠছে বরফ গুঁড়ো।
এই আইস ভলক্যানো এক ধরনের প্রাকৃতিক ঘটনা। দেশটির আবহাওয়া বিশেষজ্ঞ বলেছেন, বরফের নীচে ঠাণ্ডা জল ঢুকলে চাপের সৃষ্টি হয়। এই চাপের জেরে বরফের মধ্যে থাকা গর্ত দিয়ে বেরিয়ে আসে প্রবল ঠাণ্ডা জল। যা মুহূর্তে জমে যায় বরফ হয়ে যায়। সূত্র: আনন্দবাজার।