রাজনীতি
ডেঙ্গু আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসার দাবি বিএনপি’র
দেশব্যাপী ডেঙ্গু আক্রান্তদের বিনা মূল্যে চিকিৎসার দাবি জানিয়েছে বিএনপি। বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে এ দাবি জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
স্থায়ী কমিটির এ বৈঠকে ডেঙ্গু, বন্যা পরিস্থিতি এবং খালেদা জিয়ার স্বাস্থ্য ও মুক্তির বিষয়ে আলোচনা করেন নেতারা। বৈঠকে চামড়া পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। বিএনপি নেতারা মনে করছেন, সরকারের ব্যর্থতার কারণেই ব্যবসীয়ারা সিন্ডিকেট করে চামড়ার দাম কমিয়েছেন। এর ফলে হুমকির মুখে দেশের চামড়াশিল্প।
বৈঠকে লন্ডন থেকে স্কাইপের মাধ্যমে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ডেঙ্গু রোগের প্রকোপ বাড়ায় উদ্বেগ প্রকাশ করেন বিএনপির নেতারা। বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, ডেঙ্গু রোগীরা জরুরি ভিত্তিতে চিকিৎসাসেবা পাচ্ছেন না।