ফের শীর্ষে সাকিব; নতুন রেকর্ড
চলতি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আবার শীর্ষে উঠে এলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। শীর্ষস্থানে উঠা-নামার প্রতিযোগিতায় ভারতীয় ওপেনার রোহিত শার্মাকে পিছনে ফেলেন সাকিব।
সর্বশেষ গ্রূপ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে সাকিবরে সংগ্রহ ছিলো ৫৪২ রান। কিন্তু পাকদের বিপক্ষে ৬৪ রান করে বিশ্বসেরা এ অলরাউন্ডারের ঝুলিতে জমা হয় ৬০৬ রান, যা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রোহিত শর্মা থেকে ৬২ রান বেশি।
বর্তমানে দ্বিতীয় অবস্থানে থাকা রোহিতের সংগ্রহ ৫৪৪ রান। এছাড়া ৫১৬ রান করে অস্ট্রেলিয়ান ওপেনার ওয়ার্নার রয়েছেন তৃতীয় স্থানে।
আর ৫০৪ রান করে চতুর্থ স্থান দখল করে আছেন আরেক অজি ওপেনার অ্যারন ফিঞ্চ। এরপরই ৫০০ রান করে পঞ্চম স্থানে রয়েছেন ইংল্যান্ডের টপ অর্ডার ব্যাটসম্যান জো রুট।
তদুপরি, এদিনই সাকিব নাম লিখিয়েছেন আরেক অভিজাত ক্লাবে। বাংলাদেশের সেরা এ ক্রিকেটার এদিন ঢুকে গেছেন বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় সেরা দশে।
বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান এযাবৎকালে কোনো সিরিজ বা টুর্নামেন্টে ৪০০ রান করার কৃতিত্ব দেখাননি। বিশ্বকাপের শীর্ষ পাঁচ রান সংগ্রহকারী ব্যাটসম্যানদের মধ্যে শুধু ভারতের ওপেনার রোহিত শর্মার গড়ই সাকিবের চেয়ে বেশি। ভেবে দেখুন, সাকিব যে ফর্মে আছেন, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা ভেসে না গেলে কী হতো? আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ দলে সাকিবের সতীর্থ ওয়ার্নার হয়তো এখনো এই তালিকায় ২ নম্বরেই থাকতেন!
টুর্নামেন্টের গ্রুপপর্বে বাংলাদেশের ম্যাচ বাকি আছে আর তিনটি। ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে। এই তিন ম্যাচে প্রত্যাশিত ফলাফল পাওয়ার ওপর নির্ভর করছে বাংলাদেশের সেমিফাইনালে যাওয়া–না যাওয়া। আর সে জন্য সাকিবের এই দুরন্ত ফর্মে থাকা যে অনেক জরুরি!
আরও খবর পেতে দেখুনঃ সর্বশেষ খেলার খবর – সম্মান ও স্বীকৃতি
Shakib Al Hasan News, Shakib Al Hasan News