নিজ হাতে চা বানিয়ে সহকর্মীদের খাওয়ালেন মমতা ব্যানার্জি (ভিডিও)
ভারতের পশ্চিমবঙ্গে দিঘার একটি গ্রামের স্টলে নিজের হাতে চা বানিয়ে সহকর্মীদের খাওয়ালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও আপলোড হতেই তা ভাইরাল।
বুধবার বিকালে পূর্ব মেদিনীপুর জেলার দীঘায় এক রাজনৈতিক অনুষ্ঠানে অংশ নিয়ে সহকর্মীদের চা বানিয়ে খাওয়ান তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, এক রাজনৈতিক অনুষ্ঠানে যাবার পথে বিরতি নিয়ে দত্তাপুর গ্রামের একটি চায়ের স্টলে নিজেই দাঁড়িয়ে পড়েন চা বানাতে। নিজের হাতে চা বানিয়ে দলীয় সমর্থকদের চা দেন। নিজেই চুমুক দেন তাতে। একই সঙ্গে আলাপ সারেন স্থানীয় মানুষদের সঙ্গে।
টুইটারে মমতার পোস্ট করা ভিডিওতে দেখা যায়, চা বানানোর পাশাপাশি তিনি কথা বলছেন দোকানের মালিকের সঙ্গে। জেনে নিচ্ছেন, চা তৈরির সময় তিনি কী কী স্পেশ্যাল উপকরণ মেশান চায়ে।
ভিডিওতে আরও দেখা গেছে, নিজের হাতে চা তৈরির পর মমতা তা মগে ঢেলে কাগজের কাপে করে সবার হাতে তুলে দিচ্ছেন। স্থানীয়দের কথায়, যার আগুন ঝরানো বক্তৃতা নিমেষে উদ্বুদ্ধ করে আপামর রাজ্যবাসীকে সেই মুখ্যমন্ত্রীই সবাইকে সাবধান করছেন ঠিকভাবে চায়ের কাপ ধরার জন্য। যাতে গরম চায়ে কারোর হাত না পুড়ে যায়!
দিঘা সফরকালে মুখ্যমন্ত্রীর এই মমতাময়ী রূপ দেখে মুগ্ধ গ্রামবাসী এবং সহকর্মীরা। মমতা নিজেও উপভোগ করেছেন এই ঘটনা।