বঙ্গবন্ধুর বায়োপিকে থাকছেন যারা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে তৈরি হতে যাওয়া চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রাথমিকভাবে নির্বাচিতদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)।
প্রখ্যাত ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত এ ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করবেন অভিনেতা আরিফিন শুভ।
তালিকা অনুযায়ী- বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিব (রেনু) এর ভূমিকায় নুসরাত ইমরোজ তিশা এবং শেখ হাসিনার তরুণ বয়সের চরিত্রে নুসরাত ফারিয়া ও বড় বয়সে জান্নাতুল সুমাইয়া অভিনয় করবেন।
এছাড়া, বঙ্গবন্ধুর মা সাহেরা খাতুনের ভূমিকায় দিলারা জামান, বঙ্গবন্ধুর বাবা লুৎফর রহমানের ভূমিকায় খায়রুল আলম সবুজ, শেরেবাংলা একে ফজলুল হকের চরিত্রে শহীদুল আলম সাচ্চু, তাজউদ্দীন আহমদের চরিত্রে ফেরদৌস আহমেদ, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হিসেবে তৌকির আহমেদ, মানিক মিয়া হিসেবে তুষার খান, খন্দকার মোস্তাক আহমেদ চরিত্রে ফজলুর রহমান বাবু ও আইয়ুব খানের ভূমিকায় মিশা সওদাগর অভিনয় করবেন।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২১ সালের ১৭ মার্চ চলচ্চিত্রটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে। এটি বানানো হবে বাংলায়। তবে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনা হওয়ায় এতে হিন্দি সাব-টাইটেল যুক্ত করা হবে।
বলিউড ও টলিউডের অভিনেতারাও এ চলচ্চিত্রে যুক্ত হতে যাচ্ছেন এবং এর চিত্রগ্রহণ শিগগিরই শুরু হবে।