পাকিস্তানি সাংবাদিক মিথিলা
বিয়ের পর অভিনয়ে ফিরেছেন রাফিয়াত রশিদ মিথিলা। এরই মধ্যে একটি নাটকে ও বেশ টেলিভিশনের অনুষ্ঠানে দেখা গেছে তাকে। এবার হাজির হতে যাচ্ছেন একটি মুক্তিযুদ্ধভিত্তিক ওয়েব সিরিজে। ওয়েব সিরিজটির নাম ‘একাত্তর’।
ওয়েব সিরিজটির নির্মাণ ও মুক্তিকে ঘিরে বৃহস্পতিবার রাজধানীর ডেইলি স্টার সেন্টারের তৌফিক আজিজ খান সেমিনার হলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এখানে ওয়েব সিরিজটির কলাকুশলীদের পরিচয় তুলে ধরা হয় ও ফার্স্ট লুক প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এই ওয়েব সিরিটিতে একজন পাকিস্তানি সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। এখানে তার চরিত্রটির নাম ‘রুহি’। পাশাপাশি মেজর ওয়াসিমের স্ত্রীর চরিত্রেও দেখা যাবে তাকে।
নতুন ওয়েব সিরিজটি নিয়ে মিথিলা বলেন, ‘এই কাজটির জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। উর্দু ভাষা শিখতে হয়েছে। অনেক রিহার্সাল করেছি অভিনয়ের আগে। আশা করি, সবার ভালো লাগবে ওয়েব সিরিজটি।’
এই ওয়েব সিরিজটিতে পাকিস্তানি আর্মি মেজর ওয়াসিম চরিত্রে অভিনয় করেছেন ইরেশ জাকের। পাকিস্তানি আর্মি ক্যাপ্টেন সিরাজ চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ছাত্রী জয়িতার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। পুরনো ঢাকার ছেলে সেলিম চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার।
ওয়েব সিরিজটিতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, শতাব্দী ওয়াদুদ, দীপান্বিতা মার্টিন প্রমুখ।
নির্মাতা প্রতিষ্ঠান ‘হইচই’ জানিয়েছে, স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ২৬ মার্চ তাদের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘একাত্তর’।
প্রসঙ্গত, বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে প্রথমবারের মতো ওয়েব সিরিজ নির্মাণ করল ভারতীয় কোনো প্রতিষ্ঠান।
সংবাদ সম্মেলনে ওয়েব সিরিজটির পরিচালক তানিম নূর ছাড়াও অভিনয়শিল্পী মোস্তফা মনোয়ার, ইরেশ যাকের, রাফিয়াত রশিদ মিথিলা, নুসরাত ইমরোজ তিশা, মোস্তাফিজুর নূর ইমরান প্রমুখ উপস্থিত ছিলেন।