করোনাভাইরাস

করোনা থেকে সুস্থ হয়ে উঠলেন ১০০ বছরের চীনা বৃদ্ধ

চীনে ১০০ বছরের এক বৃদ্ধ করোনা ভাইরাস থেকে চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। এই ভাইরাসে আক্রান্ত হওয়র পর সুস্থ হওয়া তিনিই সবচেয়ে বয়স্ক ব্যক্তি। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ খবর প্রকাশ করেছে।
ওই বৃদ্ধ গত মাসে তার ১০০তম জন্মদিন পালন করেছেন। রোগমুক্তির পর তিনি গত শনিবার উহানে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

ওই সংবাদ সংস্থা প্রতিবেদনে আরো জানা যায়, এ বছর ২৪ ফেব্রুয়ারি তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হুবেই’র মাতৃ ও শিশুবিষয়ক হাসপাতালে ভর্তি হন।

তিনি একজিমা রোগ, উচ্চ রক্তচাপ ও হৃদরোগসহ নানা স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন।অ্যান্টিভাইরাল ওষুধ কনভলেসেন্ট প্লাজমা থেরাপি ও ঐতিহ্যবাহী চীনা ওষুধ ব্যবহার করে তার চিকিৎসা করা হয়েছে। রোগমুক্তির পর শনিবার বৃদ্ধ ব্যক্তিটি আরো ৮০ জন রোগমুক্ত লোকের সাথে হাসপাতাল ত্যাগ করেন।

প্রবীণ এ ব্যক্তিকে ১৩ দিনের থেরাপি দেয়া হয়। সেগুলোর মধ্যে অ্যান্টি-ভাইরাল ড্রাগ, প্লাজমা স্থানান্তর ও চীনা ঐতিহ্যবাহী ওষুধের চিকিৎসা অন্তর্ভুক্ত ছিল।

সোমবার সকাল পযর্ন্ত বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা ভাইরাসটিতে ৩ হাজার ৮২৮ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১ লাখ ১০ হাজারেরও বেশি মানুষ। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ হাজারের বেশি মানুষ।

এ রোগটি কোভিড-১৯ নামে পরিচিত। রোগটিতে মূলত বয়স্ক ও আগে থেকে স্বাস্থ্য ঝুঁকিতে থাকা ব্যক্তিরা বেশি আক্রান্ত হচ্ছে।
সেক্ষেত্রে শতবর্ষপূর্ত ওই বৃদ্ধের রোগমুক্তি একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত তৈরি করেছে।
চীনে ৮০ হাজারের বেশি লোক এই রোগে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন অন্তত তিন হাজার। সূত্র : নিউ ইয়র্ক পোস্ট

 

আরও নতুন খবর পেতে দেখুনঃ সহজ হোক আপনার লাইফস্টাইলক্যারিয়ার নিয়ে নিউজ

positive news coronavirus, positive news coronavirus

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − four =

Back to top button