জাতীয়

পাগল হয়ে মাস্ক কেনার দরকার নেই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘করোনাভাইরাসের কারণে আতঙ্কিত হওয়ার কিছু নেই। অহেতুক মাস্ক পরার দরকার নেই। কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। অনেকেই পাগল হয়ে মাস্ক কিনছে। এটা করার দরকার নেই। শুধু যাদের সর্দি-কাশি আছে তাদের সাবধানে থাকতে হবে।’’

সোমবার (৯ মার্চ) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকের শুরুতে সূচনা বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

এই ভাইরাসের কারণে মুজিবর্ষের অনুষ্ঠানে কিছুটা পরিবর্তন আনা হয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমরা চাই, কোথাও বড় ধরনের লোকসমাগম যাতে না হয়। জনগণ যেন ঝুঁকির মধ্যে না পড়ে। জনগণের কল্যাণ সবচেয়ে বড়। আমরা উদযাপন করব, কিন্তু উদযাপনটা একটু ভিন্নভাবে হবে। লোকসমাগম যাতে কম হয়, সেদিকে দৃষ্টি রেখে উদযাপন করব।’

তিনি বলেন, ‘আমরা চাই কোনোভাবে জনগণ যেন ঝুঁকির মধ্যে না পড়ে। যেহেতু বিশ্বব্যাপী এটা ছড়িয়েছে, সেখানে দেশের মানুষের নিরাপত্তা দেয়াটা আমাদের দায়িত্ব-কর্তব্যের মধ্যে পড়ে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘করোনা ভাইরাসের কারণে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এই রোগ প্রতিরোধ ও প্রতিকারে আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা ঢাকার তিনটি হাসপাতাল ও জেলা-উপজেলার হাসপাতালগুলো প্রস্তুত রেখেছি।’

শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আমরা বিশাল আকারে করার উদ্যোগ নিয়েছিলাম। যেখানে লাখ লাখ মানুষ জমায়েত হবে। কিন্তু আমরা জমায়েতগুলো বন্ধ করে দিয়েছি।’

সোমবার (৯ মার্চ) গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকের শুরুতে বক্তব্যে প্রধানমন্ত্রী এসব পরামর্শ দেন।

প্রধানমন্ত্রী বলেন, করোনা ভাইরাস প্রতিরোধ এবং যাতে ছড়িয়ে না পড়ে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। তাই এ বিষয়ে অহেতুক আতঙ্কিত হয়ে ঘরের মধ্যে মাস্ক পরে বসে থাকার দরকার নেই। অযথা মাস্ক কিনে জমা করে রাখা, স্যানিটাইজার কিনে জমা করে রাখা- কিছু হলেই জমা করে রাখা এগুলো একদমই প্রয়োজন নাই। এগুলো একদম কোনো কাজেই লাগবে না পরে হয় ফেলে দিতে হবে নয়তো বেঁচে দিতে হবে।

তিনি বলেন, ‘এমনকি ২৬ মার্চ শিশুদের যে অনুষ্ঠান আমরা করি, সেটাও স্থগিত করে দিয়েছি; যাতে কোনোভাবে এটা মানুষের ক্ষতি করতে না পারে।

 

আরও খবর পেতে দেখুনঃ আন্তর্জাতিক বাংলা নিউজধর্ম ও জীবন নিউজ 

Positive News, Positive News

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × three =

Back to top button