আন্তর্জাতিককরোনাভাইরাস

করোনাভাইরাস আতঙ্কে ‘করোনা বিষয়ক সম্মেলন’ বাতিল

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিতব্য করোনাভাইরাস বিষয়ক একটি সম্মেলন এ ভাইরাসের কারণেই বাতিল করা হয়েছে। ‘করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে ব্যবসা’ শীর্ষক এ সম্মেলন আগামী শুক্রবার হওয়ার কথা ছিল।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট এক প্রতিবেদনে জানিয়েছে, সম্মেলনটির আয়োজক যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক পরিষদের পক্ষ থেকে আয়োজন বাতিলের সিদ্ধান্ত জানানো হয়।

পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে অনিবার্য কারণে সম্মেলনটি হচ্ছে না।

অন্যদিকে ওয়াশিংটন ও নিউইয়র্কসহ কয়েকটি অঞ্চলে নির্ধারিত আরো একটি অনুষ্ঠান পেছানোর পর শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে। এটি ১১ মার্চ শুরু হয়ে ৩ এপ্রিল শেষ হওয়ার কথা ছিল।

এরই মধ্যে বিশ্বের ১১৫টি দেশ বা অঞ্চলে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ২৯০ জনে। আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে এক লাখ ১৯ হাজার ২৩০ জন। আর করোনায় আক্রান্ত হয়েও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৬ হাজার ৩৩৫ জন।

চলমান পরিস্থিতিতে প্রথমবারের মতো উহান পরিদর্শন করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাস টেস্ট করেছেন কি না, হোয়াইট হাউসে জানতে চেয়েছেন সাংবাদিকরা।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস সংক্রমণের উৎসস্থল উহান শহরে যান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর এটাই উহানে চীনা প্রেসিডেন্টের প্রথম সফর। গত সোমবার সকালে উহানে করোনার বিরুদ্ধে লড়াইরত মেডিকেল কর্মী, গণমুক্তি ফৌজের সৈন্য, পুলিশ কর্মকর্তা ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। ঘুরে দেখেন রোগী ও স্থানীয় বাসিন্দাদের অবস্থা।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত কি না, এমন প্রশ্ন ছিল ওয়াশিংটনের সাংবাদিকদের। যদিও প্রশ্নের উত্তর এড়িয়ে যান ট্রাম্প। তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স জানান, তিনি অথবা প্রেসিডেন্ট ট্রাম্প করোনাভাইরাসের পরীক্ষা করেননি।

করোনাভাইরাস টেস্ট করানো বা কোয়ারান্টাইনে যাওয়ার কোনও প্রয়োজন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেই। জানালেন হোয়াইট হাউসের ফিজিশিয়ান।

করোনাভাইরাসের বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বেঙ্গালুরুর একটি বিল্ডিং খালি করে দিল ইনফোসিস। এই অফিস বিল্ডিং-এর এক কর্মী করোনাভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে।

 

আরও নতুন খবর দেখতেঃ ক্যারিয়ার নিয়ে খবরভাইরাল বাংলা নিউজ

Latest Bangla News, Latest Bangla News

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 7 =

Back to top button