করোনায় আক্রান্ত চেলসি তারকা ক্যালাম হাডসন
ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম ফুটবলার হিসেবে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চেলসির তরুণ ফুটবলার ক্যালাম হাডসন ওডোই। শারীরিক অসুস্থ্যতার কারণে করোনা পরীক্ষা করা হয়েছিল হাডসনের। সেখানে রিপোর্টে ধরা পড়েছে তিনিও করোনায় আক্রান্ত।
হাডসনের খবর নিশ্চিত হওয়ার আগেই ইপিএলের আরেক দল আর্সেনালের কোচ মাইকেল আর্টেটার শরীরেও করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়। ইংল্যান্ডের ফুটবলে করোনার কারণে সর্বপ্রথম আর্সেনাল ও চেলসির মধ্যকার ম্যাচই স্থগিত করা হয়েছিল। এবার এ দুই দলের দুজনই আক্রান্ত হলেন করোনায়।
১৯ বছর বয়সী হাডসনের করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত হওয়ার পর চেলসির অনুশীলন মাঠ আংশিকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া ক্লাবের সকল খেলোয়াড় ও সদস্যদের স্বেচ্ছা আইসোলেশনে পাঠানো হয়েছে।
এদিকে আর্টেটা ও হাডসনের করোনা আক্রান্ত হওয়ার পর নড়েচড়ে বসতে শুরু করেছে ইপিএল আয়োজকরা। প্রাথমিকভাবে রুদ্ধদ্বার অবস্থায় হলেও লিগ চালিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছিল তারা।
তবে এবার লিগ স্থগিত করার ব্যাপারে আলোচনায় বসবে তারা। আজই (শুক্রবার) এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়া হতে পারে।
উল্লেখ্য, এর আগে আরও দুই পেশাদার ফুটবলার করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। তারা হলেন জার্মানির দ্বিতীয় বিভাগের দল হ্যানোভার-৯৬’র টিমো হুবার্স এবং ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের ডিফেন্ডার ড্যানিয়েল রুগানি।
এদিকে করোনা আক্রান্ত আরতেতার সংস্পর্শের কারণে কোয়ারান্টাইনে যান ওয়েস্ট হামের খেলোয়াড়রা। এর আগে লেস্টার সিটির তিন খেলোয়াড়ের করোনার লক্ষণ দেখা যাওয়ার যাওয়ার খবর জানানো হয় ক্লাবের পক্ষ থেকে। এরপর থেকে কোয়ারান্টাইনে আছেন দলের সব খেলোয়াড়।
মঙ্গলবার বৈঠকে বসার কথা থাকলেও পরিস্থিতি বিবেচনায় নিয়ে গতকালই স্থগিত করা হয়েছে উয়েফার সব আয়োজন। আগামী সপ্তাহে ম্যানচেস্টার সিটি বনাম রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস বনাম লিওঁ, বার্সেলোনা বনাম ন্যাপোলি এবং বায়ার্ন মিউনিখ বনাম চেলসির ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে আপাতত স্থগিত হয়ে গেছে সেই ম্যাচগুলো।
আরও খবর পেতে দেখুনঃ আজকের ভাইরাল নিউজ – খেলার আপডেট
International news, International news