কূটনীতিজাতীয়

উগ্রবাদ বিষয়ে পারস্পরিক উদ্বেগ সমাধানে ঢাকা-ওয়াশিংটন আলোচনা

আঞ্চলিক উগ্রবাদ ছড়ানো ও উগ্রবাদী সংগঠনের সদস্য সংগ্রহ মোকাবিলাসহ পারস্পরিক উদ্বেগের বিভিন্ন বিষয় সমাধানে আলোচনা করেছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। খবর ইউএনবি’র।
সেই সাথে দেশ দুটি কার্যকর সন্ত্রাসবাদ মোকাবিলা কৌশলের ক্ষেত্রে মানবাধিকার ও আইনের শাসনের গুরুত্ব নিয়েও কথা বলেছে বলে বুধবার ঢাকার মার্কিন দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের সন্ত্রাসবাদ দমন বিষয়ক উপ-সমন্বয়কারী জন টি গডফ্রে ১৮-১৯ আগস্ট বাংলাদেশ সফর করেন। তার সফরের লক্ষ্য ছিল বাংলাদেশ সরকারের কর্মকর্তা এবং বাংলাদেশ ও এ অঞ্চলে সন্ত্রাসবাদ দমন ও সহিংস উগ্রবাদ মোকাবিলা (সিটি/সিভিই) কার্যক্রমে যুক্ত অন্যদের সাথে এ নিয়ে সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা।
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার এবং গডফ্রে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সাথে বাংলাদেশ ও এ অঞ্চলে সিটি/সিভিই কার্যক্রম বিষয়ে বাংলাদেশের সাথে অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেন।
আইন প্রয়োগ ও বিচার বিভাগের সাথে সম্পর্কিত সিটি/সিভিই বিষয়ক দ্বিপাক্ষিক কার্যক্রমের বাস্তবায়ন পর্যালোচনা করতে বাংলাদেশের ‘অ্যান্টি টেররিজম ইউনিট’ এবং ‘কাউন্টার টেররিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিট’র সাথেও গডফ্রে সাক্ষাৎ করেন।
রাষ্ট্রদূত মিলার ও উপ-সমন্বয়কারী গডফ্রে গবেষক, মিডিয়া, এনজিও ও অন্যান্য ক্ষেত্রের সিটি/সিভিই বিশেষজ্ঞদের সাথেও একটি প্রাণবন্ত গোলটেবিল বৈঠকে অংশ নেন। এতে তারা পরস্পরের কাছে বাংলাদেশ ও এ অঞ্চলে সন্ত্রাসবাদ বিষয়ক উদ্বেগগুলোর সমাধানের জন্য নীতিমালা, অগ্রাধিকার ও সুপারিশ তুলে ধরেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 14 =

Back to top button