খেলাধুলাফুটবল

রোনালদোর উপলব্ধি ‘মানুষের জীবনের দাম সবকিছুর চেয়ে বেশি’

ফুটবল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো করোনা ভাইরাসের আশঙ্কায় নিজ বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছেন। ইতালিয়ান লীগে ইন্টার মিলানের সঙ্গে ম্যাচ খেলেই নিজ বাড়ি পর্তুগালের মাদেইরাতে চলে গেছেন কোয়ারেন্টিনে’ থাকার জন্য। সেখান থেকেই রোনালদো সবাইকে আহ্বান জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কাজ করার।

করোনাভাইরাসের ভয়াবহতা সম্পর্কে নিজের আনুষ্ঠানিক বিবৃতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও টুইটারে পোস্ট করেছেন ফুটবলের এই মহাতারকা। রোনালদো লিখেছেন, ‘পৃথিবী এখন অনেক বাজে একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আমাদের সবার উচিত এই সমস্যার প্রতি গুরুত্ব দেয়া। আজ আমি আপনাদের সামনে একজন ফুটবল খেলোয়াড় হিসেবে আসিনি। এসেছি একজন সন্তান, একজন বাবা, একজন মানুষ হিসেবে, যে কিনা বিশ্বের এই খারাপ সময় সম্পর্কে অত্যন্ত উদ্বিগ্ন।’

জীবনঘাতী এই ভাইরাসের হাত থেকে বাঁচতে সবাইকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে চলতে বলেছেন জুভেন্টাসের এই তারকা, ‘আসুন আমরা সবাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে চলি, এটা অনেক গুরুত্বপূর্ণ। বর্তমান পরিস্থিতি মোকাবিলায় এটাই সবচেয়ে বেশি কাজে দেবে।

মানুষের জীবনের দাম সবকিছুর চেয়ে বেশি। যাদের কাছের মানুষ এই ভাইরাসের কারণে প্রাণ হারিয়েছেন, সবার জন্যই আমার প্রার্থনা ও ভালোবাসা। আমার সতীর্থ দানিয়েলে রুগানির মতো যারা এই ভাইরাসের সঙ্গে লড়ছেন, আমি তাদের পাশে আছি। যারা নিজেদের জীবন বাজি রেখে আরেকজনকে বাঁচানোর জন্য চিকিৎসা দিয়ে যাচ্ছেন, তাদের প্রতি আমার সমর্থন রইলো।’

ভাইরাসটির আরেক নাম ২০১৯ – এনসিওভি বা নভেল করোনাভাইরসা। এটি এক ধরণের করোনাভাইরাস। করোনাভাইরাসের অনেক রকম প্রজাতি আছে, কিন্তু এর মধ্যে মাত্র ছয়টি মানুষের দেহে সংক্রমিত হতে পারে। তবে নতুন ধরণের ভাইরাসের কারণে সেই সংখ্যা এখন থেকে হবে সাতটি।

নতুন এই রোগটিকে প্রথমদিকে নানা নামে ডাকা হচ্ছিল, যেমন: ‘চায়না ভাইরাস’, ‘করোনাভাইরাস’, ‘২০১৯ এনকভ’, ‘নতুন ভাইরাস’, ‘রহস্য ভাইরাস’ ইত্যাদি।

এ বছরের ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা রোগটির আনুষ্ঠানিক নাম দেয় কোভিড-১৯ যা ‘করোনাভাইরাস ডিজিজ ২০১৯’-এর সংক্ষিপ্ত রূপ।

আমরা যখন নতুন কোনো করোনাভাইরাস দেখি, তখন আমরা জানতে চাই এর লক্ষ্মণগুলো কতটা মারাত্মক।  কিন্তু সার্স ,” বলছিলেন এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মার্ক উলহাউস।

 

আরও খবর পেতে দেখুনঃ সর্বশেষ ফুটবল নিউজবাংলা বিচিত্র নিউজ

International News, International News

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × two =

Back to top button