Lead Newsআন্তর্জাতিককরোনাভাইরাস
লন্ডনে করোনায় আক্রান্ত হয়ে এক বাংলাদেশির মৃত্যু
লন্ডন ভ্রমণে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক বাংলাদেশি মারা গেছেন।
মৃত ওই ব্যক্তির নাম মাহমুদুর রহমান। তিনি মৌলভীবাজার সদর উপজেলার বাসিন্দা।
জানা গেছে, কয়েক মাস আগে তাঁর (নাতনী) ব্রিটেন প্রবাসী পুত্রের মেয়ের বিয়েতে যোগ দিতে লন্ডনে গিয়েছিলেন মাহমুদুর রহমান।
আরো জানা গেছে, সমুদ্র ভ্রমণে (বর্নমাউথ সি) গিয়েছিলেন মাহমুদুর রহমান। ওইদিন পিকনিক থেকে ফেরার পরপরই ব্রেইন স্টোক করে হাসপাতালে ভর্তি হন তিনি।
সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল সোমবার লন্ডনের একটি হাসপাতালে মারা যান তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি মাহমুদ ট্রভেলস নামে একটি প্রতিষ্ঠানের সত্বাধিকারী।সূত্র কালের কণ্ঠ।