করোনাভাইরাসজাতীয়সরকার

করোনায় মারা গেলে খিলগাঁও তালতলা কবরস্থানে দাফন

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করলে তাদেরকে খিলগাঁও তালতলা কবরস্থানে লাশ দাফন করা হবে।

গুলশান নগর ভবনে ডিএনসিসির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় স্বাস্থ্যসেবা বিভাগের নির্দেশনা অনুসারে মেয়র আতিকুল ইসলামকে সভাপতি করে করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবেলার লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। কমিটিতে ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও ডিএনসিসি এলাকার সব মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক, ঢাকা জেলা প্রশাসকের প্রতিনিধি, ঢাকা সিভিল সার্জন, ডিএনসিসি এলাকার সব জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক, প্রাথমিক শিক্ষার প্রতিনিধি, ঢাকা বিভাগীয় সমাজসেবা কার্যালয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি, আইইডিসিআরের প্রতিনিধি রয়েছেন। ডিএনসিসির স্বাস্থ্য কর্মকর্তা ডা: এমদাদুল হক এ কমিটির ফোকাল পয়েন্ট হিসেবে কাজ করবেন।

সভা থেকে জানানো হয়, এ কমিটি করোনাভাইরাস প্রতিরোধসংক্রান্ত জাতীয় কমিটির নির্দেশনা বাস্তবায়ন করবে। করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে সচেতনতা সৃষ্টি, প্রয়োজনে কোয়ারেন্টাইনসহ আর্থিক ও লজিস্টিক সহায়তার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে।

ডিএনসিসির ভারপ্রাপ্ত মেয়র মো: জামাল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আবদুল হাই, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শরিফ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত : করোনাভাইরাস গণসংক্রমণ রোধে গতকাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ডিএনসিসি। নির্বাহী ম্যাজিস্ট্রেট রোসলিনা পারভীন ও জিনিয়া জিন্নাতের নেতৃত্বে স্বাস্থ্য অধিদফতরের তালিকা অনুযায়ী গুলশান এলাকায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বাসায় এ অভিযান চালানো হয়।

এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয় এবং পাশাপাশি আবাসিক হোটেলগুলোতে প্রবাসী যাত্রী ও কোয়ারেন্টাইনের বিষয়ে মনিটরিং করা হয়।

 

আরও সংবাদ পেতে দেখুনঃ ভ্রমণ নিউজআন্তর্জাতিক বাংলা  নিউজ 

Latest Coronavirus News, Latest Coronavirus News

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + twenty =

Back to top button