করোনাভাইরাসশোবিজ

কোয়ারেন্টিনে সৃজিত, চিন্তিত মিথিলা

কোয়ারেন্টিনে থাকা চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জির জন্য চিন্তা হচ্ছে তার স্ত্রী রাফিয়াদ রশিদ মিথিলার। করোনাভাইরাসের আতঙ্কের মধ্যে ঢাকায় বাড়িতে বসেই কাজ করতে হচ্ছে এই অভিনেত্রীকে।

এদিকে নির্ধারিত দিনের একদিন আগেই দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরেছেন সৃজিত। বৃহস্পতিবার সৃজিতের টিম পরবর্তী ধারাবাহিক কাকা বাবুর শুটিং শেষ করে জোহানেসবার্গ বিমানবন্দর থেকে দুবাই হয়ে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে।- খবর আনন্দবাজারপত্রিকা অনলাইনের

কলকাতায় তারা সকাল ৮টা নাগাদ পৌঁছান। এ সময় তার মুখে মাস্ক পরা ছিল। সেই অবস্থায় গণমাধ্যমের সঙ্গে তিনি কথা বলেন। সৃজিত জানিয়েছেন, করোনায় আক্রান্ত ১৬ দেশের মধ্যে আফ্রিকা নেই। এ কারণে তার আইসোলেশন সেন্টরে যাওয়ার প্রয়োজন হয়নি।

তবে পরবর্তী দুই সপ্তাহের জন্য তিনি নিজেই হোম কোয়ারেন্টিনে থাকবেন। পাশাপাশি বিমানবন্দর কর্তৃপক্ষের করোনাভাইরাস সংক্রান্ত সব ধরনের পরীক্ষাতেই প্রাথমিকভাবে পাশ করেছেন তিনি।

পশ্চিমবঙ্গের এই পরিচালক টুইটারে লিখেছেন– একদিন আগেই দেশে ফিরতে হয়েছে। কিন্তু আমাদের দক্ষিণ আফ্রিকা ও কলকাতা টিমকে ধন্যবাদ।

‘তাদের পরিশ্রমেই শুটিং শেষ করতে পেরেছি। এখন ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকব। কারণ ভারতের পক্ষে এখন এক দুঃসহ সময়। আমরা সবাই মিলে এ ভাইরাসের মোকাবেলা করব, কিন্তু কিছু দিনের জন্য একসঙ্গে থেকে নয়।’

মিথিলা বলেন, চিন্তা তো করছি। ঘন ঘন ফোনে আমাদের কথা তো হচ্ছেই। ভিডিও কলও হচ্ছে।

‘মেয়ে আয়রা সৃজিতকে বুঝিয়ে দিয়েছে কতটা সাবধানে থাকতে হবে। সৃজিতের বাড়িতে কেউ আসছেন না। ওর গাড়ির চালকেরও আসতে মানা। খাবার দিয়ে যাওয়া হচ্ছে ও ডিসপোজেবল প্লেটে খাচ্ছে।’

এই অভিনেত্রী আরও বলেন, সব বন্ধ! ওর মা আলাদা বাড়িতে।

 

আরও খবর পেতে দেখুনঃ সম্মান ও স্বীকৃতিকর্পোরেট নিউজ 

Coronavirus Breaking, Coronavirus Breaking

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − six =

Back to top button